শ্রুতি তোমার
রবিবার মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় একটি বাইককে ধাক্কা দিয়ে একটি খোলা কুয়োয় পড়ে যায় একটি গাড়ি। এর জেরে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
মন্দসৌরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নিমাচ জেলার মানাসা এলাকার অন্তরি মাতা মন্দির দর্শন করতে যাওয়ার পথে রতলামের একটি পরিবারের ১২ জন সদস্য গাড়িতে চেপে আসছিলেন। সেই সময় দুপুর সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানে থাকা একই পরিবারের আট সদস্য, বাইক আরোহী আবাখেদি গ্রামের বাসিন্দা গোবর সিং এবং কুয়ো থেকে লোকজনকে উদ্ধার করতে যাওয়া গ্রামবাসী মনোহর সিং।
মন্দসৌরের পুলিশ সুপার অভিষেক আনন্দ জানিয়েছেন, ইকো ভ্যানটি এক বাইক আরোহীকে ধাক্কা মারে এবং পরে একটি খোলা কুয়োয় পড়ে যায়। গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় এবং তাদের উদ্ধারের চেষ্টাও করে। উদ্ধারের সময় মনোহর সিং নামে এক গ্রামবাসী এবং বাইক আরোহী গোবর সিংও মারা যান।
"উদ্ধার অভিযান চলছে এবং কুয়ো থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেসিবির সহায়তায় ভ্যানটিও বের করা হয়েছে।
দুর্ঘটনায় তিন বছরের একটি মেয়ে সহ চারজন আহত হয়েছেন এবং তাদের মন্দসৌর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেওদাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
এএনআই সূত্রে খবর, এক সেনা জওয়ান স্থানীয় গ্রামের বাসিন্দা। তিনিও উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। কিন্তু সেই সাহসী জওয়ান একে একে কয়েকজনকে উদ্ধার করেন। কিন্তু তিনি নিজে বেঁচে ফিরতে পারেননি। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।