এক ঝাঁক শিশু মনের আনন্দে কুড়োচ্ছিল জাম। আর সেই জাম কুড়ানো নিয়েই শুরু হয় বচসা। ঘটনা ঝাড়খণ্ডের পালামৌয়ের। বচসা এতটাই দূর গড়িয়েছে যে, সেখানে মারধরের জেরে এক ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এক ২৩ বছরের যুবকের বিরুদ্ধে এক ৮ বছর বয়সী শিশুকে মারধর ও তাকে হত্যা করার অভিযোগ রয়েছে। এর আগে, একটি গাছের নিচে একদল শিশু জাম কুড়োচ্ছিল। খবর তাদের মধ্যে থেকে ২ জনের মধ্যে ঝগড়া মারপিট শুরু হয়। এরই মাঝে এই ২৩ বছর বয়সী ব্যক্তি প্রবেশ করেন। ওই ঝগড়ার মধ্যে তিনি ঢুকে পড়ে একটি শিশুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আর তার জেরে ৮ বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয়। ওই ব্যক্তি এরপর থেকেই পলাতক বলে খবর। এদিকে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আপাতত সেই ব্যক্তিকে খুঁজতে চলছে তল্লাশি। গোটা ঘটনার তথ্য জানিয়েছেন, ঝাড়খণ্ডের পান্ডু এলাকার পুলিশ স্টেশনের রামাশিস পাসওয়ান। ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলেও খবর। আপাতত পুলিশ অভিযুক্তকে খুঁজছে।
( Astro Tips: তুলসীগাছে জল অর্পণের এই নিয়মটি জানেন? অর্থভাগ্য তুঙ্গে রাখতে শাস্ত্রমতে রইল কিছু টিপস)
আপাতত ওই ৮ বছরের শিশুরর দেহ ময়না তদন্তের জন্য মেদিনীরাই হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতে ৭.৪৫ মিনিটে ওই শিসুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম অঙ্কিত মেহতা। ব্যপাক চোট আঘাত নিয়ে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে খবর। এদিকে, এলাকার এসডিপিএ জানিয়েছেন, জাম চুরি করার অভিযোগে অঙ্কিতকে বেধড়কর মারধর করা হয়েছিল। ছোট্ট ৮ বছরের অঙ্কিতের ঘাড়ে ও কাঁধে ছিল ছোট। তার রক্তক্ষরণ কোনও মতেই বন্ধ হচ্ছিল না। এদিকে, আরও একটি ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাঁর আত্মীয়া ও সেই আত্মীয়ার দেড় বছরের শিশুকে ব্যাপক মারধর করেছেন বলে অভিযোগ। সেই মারধরের ঘটনাও একই অঞ্চলে ঘটেছে বলে খবর।