ভয়াবহ ট্রাম দুর্ঘটনা ঘটল ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের শহর স্টার্সবৌর্গে। একই লাইনে দুটি ট্রাম ঢুকে পড়ায় মুখোমুখি ধাক্কা লাগে। এই সংঘর্ষের জেরে কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। যারমধ্যে অনেকের অবস্থা গুরুতর। আহতদের দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতের রাতে সিগন্যাল দেখতে না পেয়ে একই লাইনে চলে এসেছিল। দুটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কাচের জানলা ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। এটিকে এটিকে বিরল দুর্ঘটনা বলেই জানাচ্ছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ট্রাম লাইনচ্যুত হয়ে ঢুকে গেল অ্যাপলের শোরুমে
জানা যাচ্ছে, ফ্রান্সের অন্যতম ব্যস্ততম স্টেশন স্ট্রাসবার্গের প্রধান ট্রেন স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারোট বলেছেন, সম্ভবত প্রায় ৩৬ জন দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে দমকলকর্মীরা জানাচ্ছেন এই সংখ্যাটা হল প্রায় ৫০ জন। সোশ্যাল মিডিয়ায় একজন প্রত্যক্ষদর্শীর পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনের কাছে একটি সুড়ঙ্গে দুটি ট্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর্তনাদ শোনা যাচ্ছে যাত্রীদের। সাহায্যের জন্য তারা চিৎকার চেঁচামেচি করছেন। সংঘর্ষের জেরে একটি ট্রাম লাইনচ্যুত হয়েছে বলে মনে হয়েছে।
এই ঘটনায় ফ্রান্সের পাবলিক প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে , দুর্ঘটনার পরেই স্টেশনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়া, সেখান থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বহু অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। বিপর্যয় মোকাবিলা দল এবং দমকল কর্মীরা আহত যাত্রীদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যান। সামান্য আহতদের স্টেশন চত্বরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৬০ সালে ফ্রান্সে ট্রাম বন্ধ হয়ে গিয়েছিল। পরে ১৯৯৪ সাল থেকে স্ট্রাসবার্গে ট্রাম পুনরায় চালু হয়। সেই সময় থেকে সেখানে কোনও বড় ট্রাম দুর্ঘটনা ঘটেনি।স্ট্রাসবার্গের মেয়র জিন বারসেঘিয়ান এবং অন্যান্য কর্মকর্তারা খবর পেয়ে স্টেশনে ছুটে যান। জানা যাচ্ছে, স্থানীয় সময় বিকেল ৪টের আগে দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন মেয়র। তিনি জানান, ট্রামে অনেক যাত্রী ছিল। তবে কারও মৃত্যু হয়নি। আহতদের মধ্যে অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। মেয়র ঘটনায় শোক প্রকাশ করেছেন।স্ট্রাসবার্গ পরিবহন সংস্থার (সিটিএস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্যাট্রিক ম্যাসিজেউস্কি বলেছেন, এই দুর্ঘটনার জেরে ট্রাম চলাচল ব্যাহত হয়েছে। পাশাপশি যানজট তৈরি হয়।