ভয়াবহ দুর্ঘটনা জয়পুরে। গ্যাস সিলিন্ডারে ভয়ঙ্কর বিস্ফরণ ঘটে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। পুড়ে মৃত্যু হয়েছে ৩ শিশু সহ পরিবারের ৫ সদস্যের। এছাড়াও, অন্য পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের বিশ্বকর্মায়। এমন দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু একই পরিবারের ৫ জনের
জানা গিয়েছে, আজ সকালে বিশ্বকর্মা থানার জয়সল্যা গ্রামের মানুষজন বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তখন তড়িঘড়ি তারা ওই ঘটনাস্থলে পৌঁছে দেখেন আগুনে দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি।তখন স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা খবর দেন পুলিশ এবং দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ ও থানার অন্যান্য পুলিশ কর্মীরা। এরপর সেখানে পৌঁছয় দমকল। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তখন ঘরের ভিতর থেকে অগ্নিদগ্ধ ৫টি দেহ উদ্ধার করা হয়। দেখা যায় বাবার মৃতদেহ কিছুটা দূরে পড়ছিল। তবে শিশুরা মাকে জড়িয়ে ধরেছিল।
এমন ঘটনার খবর পেয়ে সোশ্যাল মাধ্যমে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘জয়পুরের বিশ্বকর্মায় ব্যাপক অগ্নিকাণ্ডের জেরে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি তাঁদের আত্মার শান্তি প্রার্থনা করি। আহতরা দ্রুত উঠুন। ঈশ্বরের কাছে তাঁদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। আহতদের যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’