৫ অগস্ট ছুটি থাকবে বাংলাদেশে। ৫ অগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ২রা জুলাই বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহম্মদ খালেদ হাসানের সাক্ষরিত একটি নির্দেশিকায় গোটা বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই দিন বাংলাদেশে সাধারণ ছুটি থাকবে বলে জানা গিয়েছে। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ৫ অগস্ট এই দিনটিকে ক শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশেই এই দিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হচ্ছে।
ওই দিন সরকারি নির্দেশনামা অনুসারে জানা গিয়েছে, ওই দিনে সমস্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় ছুটি থাকবে।
বাংলাদেশের সরকারি নির্দেশনামায় বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ অগস্ট এই দিনটিকে জুলাই গণঅভুত্থান দিবস হিসাবে হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটি থাকবে।
এর আগে গত ২৫ জুন অপর একটি নির্দেশনামা জারি করা হয়েছিল। সেখানে ৫ অগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে ঘোষণা করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও ৮ অগস্টকে নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাইকে শহিদ আবু সইদ দিবস হিসাবে গণ্য করার কথা বলা হয়েছিল।