বাংলা নিউজ > ঘরে বাইরে > Nagaland: একযোগে দলবদল ২১ বিধায়কের! উত্তরপূর্বের রাজ্যে বড়সড় ফের বদলে নয়া সমীকরণ
পরবর্তী খবর
নাগা রাজনীতিতে নয়া মোড়। সেরাজ্যে নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) ২১ জন বিধায়ক যোগ দিলেন মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টিতে (এনডিপিপি)। দল বদল করা বিধায়কদের মধ্যে রয়েছেন সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াংও। এর জেরে এনপিএফর বিধায়ক সংখ্যা কমে ৪ হয়ে গেল। অপরদিকে এনডিপিপির বিধায়ক সংখ্যা বেড়ে হল ৪২। ৬০ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় বাকি ১২টি আসন রয়েছে বিজেপির দখলে। বিধানসভায় দুই জন নির্দল বিধায়কও রয়েছেন। (আরও পড়ুন: ভারতের সামরিক ইতিহাসে নয়া নজির, জানুন সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডের কর্মজীবনের বিশদ)