Viral Video: টিকিট নেই। কিন্তু চড়ে বসেছেন একেবারে এসি কামরায়। কারণ গায়ে খাকি উর্দি। পুলিশ বলে এমন নিয়ম ভেঙে সুবিধা নেওয়ার দৃশ্য আকছার দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায়, হেলমেট ছাড়াই বাইক চালানোর দৃশ্য। এদিকে বাইকের সামনে বাইক আরোহী জ্বলজ্বল করে লিখে রাখেন ‘পুলিশ’। যেন পুলিশ বলেই এই ধরনের ভুলত্রুটি করার অধিকার রয়েছে। তবে ট্রেনে চড়ার ক্ষেত্রে শেষরক্ষা হল না আর। স্বয়ং টিকিট চেকার এসে এসি কোচ থেকে নামিয়ে দিলেন খাকি উর্দিধারী পুলিশকে। টিকিট কেটে না ওঠায় মোক্ষম জবাব শুনতে হল ওই পুলিশকে। সম্প্রতি এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োটি দেখার পর থেকেই টিটি-র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
আরও পড়ুন - রিচ পেতে শেষমেশ কমোড ভরসা! প্যানের জলে ফুচকা ডুবিয়ে যা করলেন এই তরুণ
ঠিক কী ঘটেছিল?
ভিডিয়োটি আপার বার্থের এক যাত্রী শুট করেন তার ক্যামেরায়। ঘর কা কালেশ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। তাতে দেখা গিয়েছে, লোয়ার বার্থে উর্দিধারী এক পুলিশ বসে রয়েছেন। টিটি তার কাছে টিকিট চাইলেও তিনি কোনও টিকিট দেখাতে পারেননি। তখনই টিটি তাকে ওখান থেকে মালপত্র গুছিয়ে উঠে যেতে বলেন। পুলিশ বলে রেয়াত না করেই অন্য যাত্রীদের সামনে ধমকে দেন। টিকিট কেটে ওঠাটাই যে নিয়ম সে কথা মনে করিয়ে দেন।
কোনও আপস নয়
সাধারণত টিকিট কেটে না উঠলেও অনেক সময় টিটি-র সঙ্গে অনেক যাত্রী রফা করে নেন। কখনও সেই রফা হয় ভয় দেখিয়ে, কখনও বা টাকার বদলে। এক্ষেত্রে পুলিশ ট্রেনের যাত্রী হওয়ায় অনেকের মতে, তেমনটাই হওয়া স্বাভাবিক ছিল। কিন্তু টাকার বিনিময়ে আপোস না করে পুলিশকে ধমকে দিয়ে তাড়িয়ে দেওয়ার ঘটনায় টিটিকে প্রশংসা করেন নেটিজেনরা।আরও পড়ুন - চরম ট্রোলের মুখে এবার ক্ষমা চাইলেন IIT বাবা, দিলেন নয়া বাণী ‘মনে মনে জানতাম…’