Hindustan Times
Bangla

বিগত কয়েক মাসে ইন্ডিয়াস গট লেটেন্ট বিতর্কে বারবার উঠে এসেছে আশিস চঞ্চলানির নাম। তবে সেই বিতর্ককে সরিয়ে রেখে এবার নতুন ভাবে নিজের কেরিয়ার শুরু করলেন তিনি। 

বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আগামী প্রজেক্ট এর কথা সকলে সামনে নিয়ে এলেন আশিস। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মনে রাখবেন, একাকীতে কখনও একা থাকবে না আপনি।

পোস্টারে আশিসকে অন্ধকারের মধ্যে লন্ঠন হাতে নিয়ে যেতে দেখা যাচ্ছে। চারিপাশের অন্ধকার ইঙ্গিত করছে অশুভ, ভৌতিক, রহস্যময় থিমের। একাকী, হতে চলেছে আশীষের প্রথম ওয়েব সিরিজ।

এটি শুরু এটি ভৌতিক সিরিজ নয়, এর মধ্যে কমেডির মিশ্রণও দেখতে পাবেন আপনি। আশিষ শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। 

আশিস ছাড়াও অভিনয় করবেন আকাশ দোদেজা, হর্ষ রানে, সিদ্ধান্ত সরফরে, রোহিত সাধওয়ানি, শশাঙ্ক শেখর, গ্রিশিম নওয়ানি।

এটি শুধু একটি ভৌতিক সিরিজ নয়, এর মধ্যে কমেডির মিশ্রণও দেখতে পাবেন আপনি। আশিষ শুধু একজন অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। 

আশিষ প্রথম কোনও কনটেন্ট ক্রিয়েটর যিনি সোশ্যাল মিডিয়ার হাত ধরে জনপ্রিয় হওয়ার রাস্তা দেখান সকলকে। কিছু সময়ের জন্য বিতর্কের মধ্যেই নাম জড়িয়ে ছিল তাঁর ঠিকই কিন্তু আবার সবকিছু ভুলে নিজের কাজে ফিরতে চলেছেন তিনি।