IIT Baba On IND vs PAK Match: রবিবারের ম্যাচ নিয়ে ভবিষ্যদবাণী করেছিলেন — ভারত হেরে যাবে। কিন্তু আদতে হয়েছে উল্টোটা। পাকিস্তানকে হারিয়ে দিয়ে জিতে গিয়েছে ভারত। এবার ভুল ভবিষ্যদবাণীর জন্য ক্ষমা চাইলেন মহাকুম্ভে ভাইরাল IIT বাবা। রবিবারের ম্যাচের (IND vs PAK Match) পর তিনি তাঁর ভুল স্বীকার করলেন (IIT Baba Apologised)। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বললেন, ‘‘তিনি মনে মনে জানতেন, ভারতই জিতবে’’।
আরও পড়ুন - পাকিস্তানই জিতবে বলে 'ভবিষ্যদ্বাণী' করেছিলেন, ভারত জিততেই ট্রোলের মুখে IIT বাবা
মহাকুম্ভে IIT বাবার ভবিষ্যদবাণী
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মুখোমুখি হয়েছিল ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পরে ব্যাট করতে নেমে চ্যাম্পিয়নস ট্রফি ছিনিয়ে নেয় ভারত। রোহিত শর্মার টিমের কাছে মাঠে রীতিমতো নাস্তানাবুদ হয় পাকিস্তান। রবিবারের ম্যাচের তিনদিন আগে ভাইরাল হয়েছিল মহাকুম্ভের IIT বাবার ভবিষ্যদবাণী। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ভারত রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাবে। অনেক চেষ্টা করেও জিততে পারবে না। IIT বাবার কথায়,“নিশ্চিত ওরা হেরে যাবে। আমি বলে দিলাম ভারত হেরে যাবে। ওরা আমায় ভুল প্রমাণ করুক। পারলে জিতে দেখাক!"
“ম্যাচের ফলাফল উল্টো করে দিয়েছি"
IIT বাবার দাবি ছিল “ভারতই জিতত।" কিন্তু তিনি নাকি ম্যাচের ফলাফল উল্টো করে দিয়েছেন। শেষমেশ বাবাকে ভুল প্রমাণ করে জিতে দেখিয়েছে ভারতের টিম (India Wins Champions Trophy)। আর এই ঘটনার পরেই চরম ট্রোলের মুখে পড়তে IIT বাবাকে (IIT Baba Trolled)। খেলা শেষ হওয়ার আগেই নেটদুনিয়ায় একের পর এক মিম আসতে শুরু করে। IIT বাবার খোঁজ শুরু হয়ে যায় রীতিমতো।
আরও পড়ুন - সেপ্টেম্বরেই গায়েব হয়ে যাবে হাজার বছর প্রাচীন এই শিল্প! নেপথ্যে কী কারণ?
ক্ষমা চেয়ে নেন IIT বাবা
গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চরম ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে অপয়া বলেও মন্তব্য করেন অনেকে। শেষে বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নেন IIT বাবা। তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভয় ঠাকুর ওরফে IIT বাবা। সেখানে লেখেন, “আমি জনসমক্ষে আমার কথার জন্য ক্ষমা চাইছি। আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদ্যাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়। আমি কিন্তু মনে মনে জানতাম যে, ভারত জিতবে।"