Viral Video Cheetah Drinking Water: যুবক জল খাওয়াচ্ছেন চিতা বাঘেদের। সম্প্রতি এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তবে ভিডিয়ো দেখে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
Ad
চিতাবাঘদের জল খাওয়াচ্ছেন!
Viral Video: যে প্রাণী দেখলেই মানুষ ভয়ে পালায়, সেই প্রাণীকেই জল খাওয়ানোর বিরল নজির। সম্প্রতি মধ্যপ্রদেশের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এক ব্যক্তিকে দেখা যায় চিতাবাঘের মুখের কাছে জল ধরতে। তাও আবার একটি নয়। একাধিক চিতাবাঘ উপস্থিত ছিল সেখানে। ভিডিয়োটি দেখে রীতিমতো চমকে ওঠে সকলে। টাইমস অব ইন্ডিয়া ওই ভিডিয়োটিতে উপস্থিত ব্যক্তি মধ্যপ্রদেশের বন দফতরের এক গাড়ি চালক। ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চালককে সাসপেন্ড করে ওই রাজ্যের বন দফতর।
প্রায় এক সপ্তাহ ধরে নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ তার পরিবার নিয়ে একটা গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। হঠাৎই তাদের দিকে হেঁটে এগিয়ে যেতছ দেখা যায় এক গ্রামবাসীকে। তাঁর হাতে জ্যারিকেন। একটা পাত্রে কিছুটা জল ঢেলে দেন ওই ব্যক্তি। জল ঢালা মাত্রই ছায়া থেকে উঠে এসে জল খেতে শুরু করে ওই চিতা বাঘেরা। চিতা বাঘের সামনে কিছুক্ষণ বসেও থাকতে দেখা যায় ব্যক্তিকে।
ভিডিয়োটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কিছু নেটিজেন ওই ব্যক্তির প্রশংসা করেন। এক নেটিজেন লেখেন, ‘তীব্র গরমে ওই প্রাণীগুলোর কথা কেউ ভাবে না। এই ব্যক্তিটি তাও ভেবেছেন। ওদের জল খাইয়েছেন। আপনাকে কুর্নিশ।’ আরও অনেকেই প্রশংসা করেন তাঁর। কিন্তু কিছু নেটিজেনদের বিষয়টি ভালো চোখে দেখেননি।