ইন্দোনেশিয়া:বিচিত্র বিষয়ে মানুষের আগ্রহ থাকে। তেমনই একটি আগ্রহ ক্যানিবলিজমের সাক্ষী হওয়া। অর্থাৎ নিজের জাতির মাংসই খেয়ে নেওয়া। পশুপাখিদের মধ্যে এমন অনেক প্রাণীদেরই দেখা যায়। কিন্তু শুধু পশুপাখি নয়,মানুষের মধ্যেও রয়েছে এমন জাতি। যারা মানুষেরই মাংস খায়। এটাই তাদের রীতি হিসেবে প্রচলিত। ইন্দোনেশিয়ার কোরোয়াই জাতিদের এমনই কাহিনি প্রচলিত রয়েছে। গভীর জঙ্গলে থাকা এই প্রজাতি মূলস্রোতের সমাজের থেকে অনেকটাই বিচ্ছিন্ন থাকে। সম্প্রতি সেখানেই ঘুরে এলেন ইউটিউবার ধীরজ মিনা।
কোরোয়াই জাতি কি এখনও মানুষের মাংস খায়?
ইউটিউবার ধীরজ মিনা প্রথমে ইন্দোনেশিয়া পৌঁছান ফ্লাইট ধরে। সেখান থেকে দশ ঘন্টা বোটে যাত্রা করার পর চার ঘন্টা জঙ্গলের মধ্য়ে দিয়ে পথ পেরোতে হয়। তার পর গিয়ে দেখা মেলে কোরোয়াই জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে। সেখানে গিয়ে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন ধীরজ। তাঁরা কি এখনও মানুষের মাংস খায়? কোরোয়াইয়ের এক ব্যক্তি বলেন, তাদের বাবাদের আমলে মানুষের মাংস খাওয়ার চল ছিল। বর্তমানে সেই চল আর নেই।
আরও পড়ুন - Health News: পছন্দের চা পাতা কেনার আগে এই বিষয়টি মনে রাখছেন তো?
মানুষের মাংস খাওয়ার কারণ
তবে এমনি এমনি মানুষের মাংস তারা খেতেন না বলেই জানিয়েছেন ধীরজকে। কোরোয়াই এখনও শিকার করে জীবিকা নির্বাহ করে। বাড়ির মহিলাদের কেউ অপহরণ করলে বা শত্রু গোষ্ঠীর সঙ্গে তাদের লড়াই বাঁধলে তবেই তারা শত্রুনিধন করে তাঁর মাংস খেতেন। তবে বাবাদের আমলেই এই প্রথা চালু ছিল বলে জানিয়েছেন কোরোয়াইরা। বর্তমানে এই প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে জানাচ্ছে বর্তমান প্রজন্ম।
মানুষের মাংসের স্বাদ কেমন?
মানুষের মাংসের স্বাদ ঠিক কেমন তা নিয়ে প্রশ্ন করন ধীরজ। এর উত্তরে কোরোয়াই জাতির ওই ব্যক্তি বলেন, কিছুটা শূকরের মাংসের মতো স্বাদ মানুষের মাংসের। তবে দেখতে অনেকটাই গরুর মাংসের মতো বলে জানান তিনি। যেহেতু অনেকদিন আগে খেয়েছেন, তাই স্বাদ নিয়েকিছুটা বিভ্রান্তি থাকার কথাও বলেছেন তিনি। ইউটিউবার ধীরজ তাঁর ইনস্টাগ্রামে এই মানুষগুলির রিলও শেয়ার করেন। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই রিল।