First Mobile Phone Call: ৩ এপ্রিল প্রথম বার মোবাইল ফোন ব্যবহার করা হয়। ১৯৭৩ সালে। কে করে ছিলেন সেই ফোনটি?
প্রথম বার মোবাইল ফোন থেকে ফোন করা হয় ৩ এপ্রিল
দেখতে দেখতে ৫০টি বছর পেরিয়ে গিয়েছে। কেউ ভাবতেও পারেনি একদিন মোবাইল ফোন এভাবে মানুষের জীবনের সঙ্গী হয়ে উঠবে। এবং মোবাইল বা স্মার্ট ফোন ছাড়া জীবন এভাবে অচল হয়ে যাবে। আজকের দিনে অর্থাৎ ৩ এপ্রিল প্রথম বার ব্যবহার হয় এই মোবাইল ফোন। ১৯৭৩ সালে। তার পরে কেটে গিয়েছে ৫০ বছর।
সেই দিন কে ব্যবহার করেছিলেন মোবাইল ফোন? প্রথম বার ফোন করা হয় কাকে? এটিও চমৎকার এক কাহিনি।
সেই সময়ে সময়ে প্রথম মোবাইল ফোনটি ব্যবহার করেন এর আবিষ্কর্তা। নাম মার্টিন কুপার। ঠিক ৫০ বছর আগে তিনি সফল ভাবে বানিয়ে ফেলেছিলেন মোবাইল ফোন। তখন তিনি মোটোরোলা কোম্পানিতে কর্মরত। ১৯৫৭ সালে ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজি থেকেই স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন তিনি। তার আগেই অবশ্য যোগ দিয়েছিলেন প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত সংস্থায় নামজাদা সংস্থায়।
কাজে যোগ দেওয়ার পরেই প্রথমে পুলিশের জন্য একটি যন্ত্র তৈরি করেছিলেন কুপার। যন্ত্রটি পুলিশদের মধ্যে যোগাযোগ জোরদার করার বড় হাতিয়ার হয়ে উঠেছিল সেই সময়। অপরাধ নিয়ন্ত্রণ করতেও এই যন্ত্রটি দারুণ কাজে লাগে সেই সময়ে। এর পরেই মোবাইল ফোন তৈরির কাজে হাত দেন তিনি। সত্তরের দশকে মোটোরোলা কোম্পানির যোগাযোগ বিভাগের প্রধানও করা হয় তাঁকে। এর পরেই তিনি আবিষ্কার করে ফেলেন মোবাইল ফোন।