কলকাতায় প্রথমবারের জন্য আসছেন। ভাবছেন এখানে এসে কী কী খেতেই হবে, দেখতেই হবে? রেডইট ব্যবহারকারী শিখর নামক এক খোঁজ দিলেন সবের।
কলকাতায় এলে কী কী খাবেন?
দেখুন, কথাতেই আছে বাঙালিরা ভোজনরসিক। বা খাদ্যরসিক। ফলে কলকাতায় আসবেন আর এখানকার বিভিন্ন ধরনের খাবার ট্রাই করবেন না তাই কখনও হয়? স্ট্রিট ফুড থেকে অথেনটিক খাবার সবই চেখে দেখা চাই। ভাবছেন তালিকায় কী কী রাখবেন?
কলকাতায় বেড়াতে এলে অবশ্যই খান ফুচকা। আর যদি বাঙালি খানা ট্রাই করতে চান তাহলে ৬ বালিগঞ্জ প্লেস, বাবু কালচার, কস্তুরী, ভূতের রাজা দিল বর, সপ্তপদীর মতো রেস্তোরাঁয় খান। কলকাতা বিরিয়ানি খেতে চাইলে আরসালান, খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁ, করিমস, শিমলা বিরিয়ানি তো আছেই। আর কলকাতায় এসে মিষ্টি খাবেন না? অবশ্যই খেতে হবে। বলরাম রাধারমণ মল্লিক, কামধেনু, হিন্দুস্তান সুইটস, বা যে কোনও খ্যাত বা পাড়ার দোকানে ঢুকে পড়ুন।
এছাড়া যদি মুখরোচক কিছু খেতে চান তাহলে উত্তর কলকাতার অ্যালেন্স কিচেন, মিত্র ক্যাফে, আছে। শরবতের জন্য প্যারামাউন্ট আছে।
কী কী দেখবেন কলকাতা এসে?
কলকাতা এসে অবশ্যই ঘুরে দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, বাগবাজার ঘাট। এছাড়া ময়দান, পার্ক স্ট্রিট তো আছেই। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরও ঘুরে দেখতে পারেন। বাদ দেবেন না কালীঘাট মন্দির ঘুরতে।
কী ভাবছেন এই বক্তব্য আমার? উহু, একেবারেই নয়। সেই রেডইট ব্যবহারকারীর। আর সেখানেই অনেকে আরও নানা ধরনের পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, সঙ্গে অবশ্যই জল আর ছাতা রাখবেন। কারও মতে সুতির জামা পরে বেড়ানো সমুচিত। কী তবে আর দেরি কেন? বেরিয়ে পড়ুন।