আপনি কি সিকিমে ছুটি কাটানোর কথা ভাবছেন? সেখানে যেসব জায়গাগুলি ঘুরে দেখতে পারেন তার মধ্যে অন্যতম হল নাথু লা পাস। কিন্তু জানেন কি, এই এলাকায় সফরের আদর্শ সময় কোনটি? দেখে নিন।
শুক্রবার ছিল দোলযাত্রা, তারপর শনি ও রবি, সব মিলিয়ে যে একটা বেশ লম্বা উইকেন্ড তা বলাই যায়। একদিকে দোলের ছুটি, অন্যদিকে বরফ তাই সব মিলিয়ে রবিবার নাথু লায় হয়েছিল রেকর্ড ভিড়।
আরও পড়ুন: না দিয়ে আইসক্রিম খেয়েছে মা, তাই ধরিয়ে দিতে পুলিশ ডাকল শিশু! তারপর কী হল জানেন?
ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে টানা স্নো-ফল চলছে উত্তর ও পূর্ব সিকিমে ফলে গ্যাংটক থেকে হাঙ্গু যাওয়ার পথে পনেরো মাইল রাস্তার দু'ধার ঢাকা পড়েছে বরফে। এমনকি রবিবারও হালকা স্নো-ফল হয় ছাঙ্গু-নাথু লা এবং উত্তর সিকিমের লাচুং ও লাচেনে। তাই এদিনের এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি পর্যটকেরা। আর এর প্রভাবে কেবল পর্যটক নয়, দোলের আবহে হাসি ফুটেছে ওই অঞ্চলের পর্যটন ব্যবসায়ীদের মুখেও।
সাধারণত, ইংরাজি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকেই পর্যটকদের সংখ্যা কমতে শুরু করে এই অঞ্চলে। দোলের তা সামান্য বাড়লেও, গরম আসার আগে পর্যন্ত তেমন ভিড় থাকে না। তবে এবার দোলে পর পর তিন দিন ছুটি ছিল, সঙ্গে বাড়তি আকর্ষণ যোগ করেছিল আবহাওয়ার পূর্বাভাস। তাই সব মিলিয়ে ভ্রমণপিপাসুরা সেখানে ভিড় জমিয়েছিলেন।
আরও পড়ুন: অন্যের হাঁচি অসুস্থ করে তুলতে পারে আপনাকে, ভাইরাল অ্যালার্জি এড়ানোর ৫ উপায়
প্রসঙ্গত, নাথুলা গিরিপথ পাহাড়ের উঁচুতে অবস্থিত একটি বিশেষ স্থান। এই গিরিপথটি ভারত ও চীন এই দুই দেশের মধ্যে যাতায়াতের পথ হিসেবে কাজ করে। বহু বছর আগে, এটি এমন একটি পথ ছিল যেখান দিয়ে ব্যবসায়ীরা তাঁদের পণ্য এবং পশুপাখি নিয়ে হেঁটে যেতেন। তবে বর্তমানে এই অঞ্চল অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। তাই বছরের নানা সময় এখানে পর্যটকরা ভিড় জমান।
তবে নাথুলা পাসে আসার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। যে কোনও প্রাকৃতিক পর্যটন স্থানের মতো কোনও অনুমতি ছাড়াই এখানে আসা যায় না। এখানে আসার জন্য প্রসাশনের অনুমতির প্রয়োজন হয়। কারণ এটি ভারত ও চীনের সীমান্তবর্তী এলাকা। তবে ভারতীয় পর্যটকরা সিকিমের একটি নিবন্ধিত ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে এই অনুমতি পেতে পারেন। তবে ভারতীয় না হয়ে পর্যটক যদি বিদেশের নাগরিক হন, তবে স্থানীয় কর্তৃপক্ষ বা ট্র্যাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে সঠিক নিয়ম মেনে আসতে হবে।অনেকেই এখানে শীতে বরফ পড়া দেখতে আসেন। তবে পর্যটকদের মূল ভিড়টা হয় গ্রীষ্মকালে।