পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Ramazan Eid 2022: দরজায় কড়া নাড়ছে ইদ, পবিত্র রমজান মাসে শেষ রোজায় সেহরি ও ইফতার কখন করবেন?
রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (২ মে) পর্যন্ত পবিত্র রমজান মাস চলবে। সোমবারই রোজার শেষদিন। পরদিন ভারত এবং বাংলাদেশে উদযাপিত হবে খুশির ইদ। পবিত্র রমজান মাসের শেষ রোজার সেহরি এবং ইফতারের সময় জেনে নিন -
পবিত্র রমজান মাসের সেহরির সময়
- দার্জিলিং: রাত ৩ টে ৩৩ মিনিট।
- শিলিগুড়ি: রাত ৩ টে ৩৩ মিনিট।
- ইসলামপুর: রাত ৩ টে ৩৫ মিনিট।
- মালদহ: রাত ৩ টে ৩৮ মিনিট।
- কাঁথি: রাত ৩ টে ৪৭ মিনিট।
- দুর্গাপুর: রাত ৩ টে ৪৫ মিনিট।
- বর্ধমান: রাত ৩ টে ৪৩ মিনিট।
- নদিয়া: রাত ৩ টে ৪১ মিনিট।
- হাওড়া: রাত ৩ টে ৪৩ মিনিট।
- ডায়মন্ড হারবার: রাত ৩ টে ৪৪ মিনিট।
- বারাসত: রাত ৩ টে ৪২ মিনিট।
- বসিরহাট: রাত ৩ টে ৪১ মিনিট।
- দমদম: রাত ৩ টে ৪৩ মিনিট।
- কলকাতা: রাত ৩ টে ৪৩ মিনিট।
- আগরতলা (ত্রিপুরা): রাত ৩ টে ২৯ মিনিট।
- গুয়াহাটি (অসম): রাত ৩ টে ২১ মিনিট।
- ঢাকা (বাংলাদেশ): ভোর ৪ টে ২ মিনিট।
আরও পড়ুন: Easy Recipe of Haleem: হালিম রাঁধতে চান? সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন হালিম, রইল রেসিপি
পবিত্র রমজান মাসের ইফতারের সময়
- দার্জিলিং: সন্ধ্যা ৬ টা ১১ মিনিট।
- শিলিগুড়ি: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- ইসলামপুর: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- মালদহ: সন্ধ্যা ৬ টা ৯ মিনিট।
- কাঁথি: সন্ধ্যা ৬ টা ৬ মিনিট।
- দুর্গাপুর: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
- বর্ধমান: সন্ধ্যা ৬ টা ৮ মিনিট।
- নদিয়া: সন্ধ্যা ৬ টা ৬ মিনিট।
- হাওড়া: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- ডায়মন্ড হারবার: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- বারাসত: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- বসিরহাট: বিকেল ৬ টা ৩ মিনিট।
- দমদম: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- কলকাতা: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
- আগরতলা (ত্রিপুরা): বিকেল ৫ টা ৫৫ মিনিট।
- গুয়াহাটি (অসম): বিকেল ৫ টা ৫৬ মিনিট।
- ঢাকা (বাংলাদেশ): সন্ধ্যা ৬ টা ২৮ মিনিট।