বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেল। আর তার ফলে রবিবার থেকে বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের সূচনা হচ্ছে। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, আজ যেহেতু চাঁদ দেখা গিয়েছে, তাই রাতে মুসলিমরা তারাবির নমাজ পাঠ করবেন। তারপর ভোরে সেহরি হবে। দিনভর রোজা রেখে সন্ধ্যায় ইফতার করবেন। আর রবিবার (২ মার্চ) বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেহরি এবং ইফতারের সময় কখন? সেটার পুরো তালিকা দেখে নিন।
আরও পড়ুন: Ramadan 2025 Wishes: শুরু হচ্ছে রমজান মাস! চাঁদ দেখার আনন্দে প্রিয়জনকে জানান বিশেষ শুভেচ্ছা
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেহরির সময়
১) ঢাকা: ভোর ৫ টা ৪ মিনিট।
২) কক্সবাজার: ভোর ৪ টে ৫৭ মিনিট।
৩) কিশোরগঞ্জ: ভোর ৫ টা ৩ মিনিট।
৪) চট্টগ্রাম: ভোর ৪ টে ৫৩ মিনিট।
৫) কুমিল্লা: ভোর ৪ টে ৫৭ মিনিট।
৬) খুলনা: ভোর ৫ টা ৪ মিনিট।
৭) গাজিপুর: ভোর ৫ টা ৪ মিনিট।
৮) চাঁদপুর: ভোর ৫ টা ৩ মিনিট।
৯) টাঙ্গাইল: ভোর ৫ টা ২ মিনিট।
১০) নওগাঁও: ভোর ৫ টা ৬ মিনিট।
১১) নোয়াখালি: ভোর ৪ টে ৫৮ মিনিট।
১২) পাবনা: ভোর ৫ টা ৫ মিনিট।
১৩) ফেনি: ভোর ৫ টা ১ মিনিট।
১৪) সিলেট: ভোর ৪ টে ৫৫ মিনিট।
১৫) সাতক্ষীরা: ভোর ৫ টা ৮ মিনিট।
১৬) রাজশাহী: ভোর ৫ টা ৬ মিনিট।
১৭) ঠাকুরগাঁও: ভোর ৫ টা ৮ মিনিট।
১৮) নড়াইল: ভোর ৫ টা ৫ মিনিট।
১৯) ফরিদপুর: ভোর ৫ টা ২ মিনিট।
২০) দিনাজপুর: ভোর ৫ টা ৬ মিনিট।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইফতারের সময়
১) ঢাকা: সন্ধ্যা ৬ টা ২ মিনিট।
২) কক্সবাজার: সন্ধ্যা ৬ টা।
৩) কিশোরগঞ্জ: সন্ধ্যা ৬ টা ৩ মিনিট।
৪) চট্টগ্রাম: সন্ধ্যা ৬ টা ২ মিনিট।
৫) কুমিল্লা: সন্ধ্যা ৬ টা ৩ মিনিট।
৬) খুলনা: সন্ধ্যা ৬ টা ৯ মিনিট।
৭) গাজিপুর: সন্ধ্যা ৬ টা ৫ মিনিট।
৮) চাঁদপুর: সন্ধ্যা ৬ টা ১ মিনিট।
৯) টাঙ্গাইল: সন্ধ্যা ৬ টা ৭ মিনিট।
১০) নওগাঁও: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
১১) নোয়াখালি: সন্ধ্যা ৬ টা ৩ মিনিট।
১২) পাবনা: সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
১৩) ফেনি: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
১৪) সিলেট: বিকেল ৫ টা ৫৮ মিনিট।
১৫) সাতক্ষীরা: সন্ধ্যা ৬ টা ৮ মিনিট।
১৬) রাজশাহী: সন্ধ্যা ৬ টা ১১ মিনিট।
১৭) ঠাকুরগাঁও: সন্ধ্যা ৬ টা ১১ মিনিট।
১৮) নড়াইল: সন্ধ্যা ৬ টা ৮ মিনিট।
১৯) ফরিদপুর: সন্ধ্যা ৬ টা ৭ মিনিট।
২০) দিনাজপুর: সন্ধ্যা ৬ টা ১১ মিনিট।