বাংলা নিউজ > টুকিটাকি > Sanjida Khatun: ‘স্মরণীয় প্রতিভা’ রবীন্দ্র সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের প্রয়াণে শোকাহত পবিত্র সরকার
পরবর্তী খবর
Sanjida Khatun Demise: এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার সাংস্কৃতিক আকাশেই বড় নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজিদা খাতুন। বাংলাদেশে সংস্কৃতি চর্চার অন্যতম অগ্রণী মুখ সনজিদার প্রয়াণকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন ডায়াবিটিস ও কিডনির সমস্যা নিয়ে।
আরও পড়ুন - ‘রবীন্দ্রনাথের আদর্শ ভালো বুঝি, আশা করি কোনও সমস্যা হবে না!’ HT বাংলায় Exclusive বিশ্বভারতীর নতুন উপাচার্য
শান্তিনিকেতনে পড়াশোনা
বাংলাদেশে বিভিন্ন সাহিত্যসংস্কৃতিমূলক উদযাপনে আজও তাঁর প্রতিষ্ঠিত ‘ছায়ানট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই বাংলার মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে পরাহত করে সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা বারবার পরিলক্ষিত হয়েছে তাঁর নানা কাজে। প্রসঙ্গত, সনজীদা খাতুনের পড়াশোনা রবীন্দ্রনাথের স্বপ্নতীর্থ শান্তিনিকেতনে। সেই শান্তিনিকেতনের আদর্শকেই আজীবন বহন করে গিয়েছেন এই বিদুষী।