বাংলা নিউজ > টুকিটাকি > Public Toilet: অথ সুলভ শৌচালয় কথা! বাঙালির নিম্নচাপ নিয়ে এক বিশেষ প্রতিবেদন
পরবর্তী খবর

Public Toilet: অথ সুলভ শৌচালয় কথা! বাঙালির নিম্নচাপ নিয়ে এক বিশেষ প্রতিবেদন

অথ সুলভ শৌচালয় কথা!

HT Bangla Special On Public Toilet: পাহাড়ে সাগরে সমতল পথেঘাটে, ‘বিপদে’ পড়লেই জনসাধারণ দলমতনির্বিশেষে যাকে স্মরণ করে তার নাম পাবলিক টয়লেট। শহর-মফস্বলের সুলভ শৌচালয় নিয়ে HT বাংলার এই বিশেষ প্রতিবেদন।

শীতের মরসুম। ভোরের আলো ফোটেনি তখনও। শিয়ালদাতে পাঁচটার বনগাঁ লোকাল ঢুকতেই লোকের ভিড় বেড়ে গেল। স্টেশনে নয়, পাবলিক টয়লেটে। আগের ট্রেন ঢুকেছে সাড়ে চারটেয় — লালগোলা প্যাসেঞ্জার। স্টেশনে সারারাত প্লাস্টিক পেতে ঘুমোনো যাত্রীদের ঘুমও ভেঙে গিয়েছে। প্রাতঃকৃত্যের সময় বলে কথা! তিনরকম যাত্রীদের সমাগমে সুলভ শৌচালয় সরগরম। দীর্ঘ লাইন।‌ চেপে রাখতে না পেরে টয়লেটের দুর্গন্ধি বাতাসে ভাসে কারও কারও টিপ্পনী — ‘আপনার রিজার্ভারে কত জল দাদা?’, ‘সেপটিক ট্যাঙ্ক তো ভরে গেল!’, ‘স্বপ্ন দেখছেন নাকি’। ওদিকে টাকা কালেক্ট করতে গিয়ে নাজেহাল টেবিলে বসা মাঙ্কি টুপি পরা লোকটি — ‘ও ভাই, মহান কর্ম করে দক্ষিণা দিলে না যে…।’

‘চোর ছ্যাঁচড়, ফলস ভিখিরি সব আসে’

‘রেলের টয়লেট হোক বা রাস্তার, ভোর থেকে সকাল আটটা-নটা অব্দি ভীষণ ভিড়।’ কথা হচ্ছিল সুজিত মণ্ডলের সঙ্গে। শিয়ালদার এক শৌচালয়ের কাউন্টারে বসেন। দীর্ঘ ৫-৬ বছর ধরে টয়লেট কাউন্টারে বসতে বসতে কথায় কিছু দার্শনিক সুর — ‘টয়লেটে গোটা ভারতবর্ষের দেখা পাবেন। ভদ্রলোক, সবজি বিক্রেতা থেকে চোর ছ্যাঁচড়, ফলস ভিখিরি সবাই আসে।’ মনে পড়ে যায় শিবরামের বিখ্যাত ‘ভাইরাল’ উক্তি। সুজিতবাবু বলে চলেন, ‘এই বাথরুমেই কেউ এসে কাপড় পাল্টে ভিখিরি সাজছে তো কেউ আবার গুপ্তরোগের দুনম্বরি ওষুধের অ্যাড সেঁটে যাচ্ছে। ‘রথ দেখা কলা বেচা’র (পুরুষদের দেহব্যবসার লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা) অ্যাডও সেঁটে যায় কিছু বদমাশ। কেউ কেউ ফোন নম্বর লিখে, বিড়ি, গুটখা ফেলে কারুকাজ করে। আমাদের কাজ সেগুলো দুদিন অন্তর পরিস্কার করা।’

পাবলিক টয়লেটের সামনে বিকিকিনি
পাবলিক টয়লেটের সামনে বিকিকিনি

‘জার আছে, কল নেই!’

পাবলিক টয়লেট নিয়ে নানা ব্যক্তির নানা অভিজ্ঞতা। ভিন্ন মিডিয়ার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে আড্ডা হচ্ছিল এই নিয়েই। কথায় কথায় জানা গেল, মৌলালির এক শৌচালয় কাহিনি। মার্চের এক সকালে বন্ধুটি যাচ্ছিলেন রবীন্দ্র সদন। অনুষ্ঠানের কভারেজ আছে। মৌলালির কাছাকাছি আসতেই প্রচণ্ড বেগ। ঠিক সিআইটি রোডের মোড়ের কেএমসি-র সুবিশাল টয়লেট। একপাশে মানুষজন চৌবাচ্চা থেকে জল তুলে গায়ে ঢালছে, আরেকপাশে শৌচালয়। মাথায় কাজের চিন্তা নিয়েই ঢুকে পড়েছিলেন ভিতরে। কিছুটা হালকা হয়ে ডানদিকে তাকিয়ে জলের খোঁজ করতেই মাথায় হাত! কেরোসিনের ফাঁকা প্লাস্টিক জার আছে। কিন্তু কোনও কল নেই! হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠল বাইরের চৌবাচ্চাটা। বুঝতে দেরি হল না। ভাগ্য ভালো তখন লাইন ছিল না। ঘেন্নাপিত্তি ঝেড়ে কোনওরকমে প্যান্ট পরে বাইরে আসেন ওই বন্ধু। চৌবাচ্চা থেকে জল তুলেই ফের দরজার ওপারে। ধীরেসুস্থে কাজ সেরে বেরোতেই দাঁড়িয়ে এক লুঙ্গি পরা বয়স্ক। হাতে জলভর্তি আরেকটা জার, মুখে মুচকি হাসি, ‘কী দাদা! নতুন নাকি এখানে?’ সব কাণ্ডকারখানা দেখে ফেলেছিলেন আর কি। বন্ধুটি না-শোনার ভান করে গটগট করে হাঁটা লাগান।

বাড়ছে পাবলিক টয়লেটের সংখ্যা

ভারতে পাবলিক টয়লেটের জনক বিন্দেশ্বর পাঠক। ‘টয়লেট ম্যান অব ইন্ডিয়া’ বিন্দেশ্বর পাঠকের ‘সুলভ ইন্টারন্যাশনাল’-র হাত ধরে দেশে পাবলিক টয়লেটের কাজ শুরু হয়েছিল। আজ সারা দেশেই পাবলিক টয়লেটের সংখ্যা বেড়েছে। কলকাতায় শহরে যেমন গত ৫ বছরে প্রচুর সুলভ শৌচালয় নির্মাণ হয়েছে। পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানাচ্ছেন, ‘এখন কলকাতায় ৪৭৫টি পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। আরও টয়লেট বানাতে জায়গার খোঁজ চলছে। ইতিমধ্যে ওডিএ প্লাস স্বীকৃতি পেয়েছি আমরা। যার অর্থ জনকল্যাণমূলক কাজের জন্য একটি সুবিধা পাওয়া।’

মাঝরাতেও জমজমাট
মাঝরাতেও জমজমাট

কিন্তু ‘ভীষণ অপরিচ্ছন্ন’

স্বপনবাবুর কথায়, ‘মহিলাদের জন্য ওনলি ফর লেডিস টয়লেটের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। ১৪৪টি এমন টয়লেট গড়ার ভাবনা রয়েছে। আপাতত ১৮-২০টি টয়লেট চালু রয়েছে। এই টয়লেটগুলোতে চেঞ্জিং রুম, ড্রেসিং রুম, বেবি কেয়ার জোন থেকে প্যাড ভেন্ডিং মেশিন, চিরুনি, আয়না ইত্যাদি দরকারি সব জিনিসই থাকছে।’ পাবলিক টয়লেটের সংখ্যা বাড়লেও অপরিচ্ছন্নতা নিয়ে বহু মানুষের অভিযোগ শোনা যায়। মহিলাদের সংখ্যাই বেশি। জনসংযোগ সংস্থায় কর্মরত সংলগ্না বন্দ্যোপাধ্যায় রোজ মধ্যমগ্রাম থেকে দক্ষিণ কলকাতা যাতায়াত করেন‌। মাঝেমধ্যে বিপাকে পড়লেও পাবলিক টয়লেটে যেতে তিনি নারাজ। কারণ? ‘বেশিরভাগ টয়লেট ভীষণ অপরিচ্ছন্ন। দেখলেই গা ঘিনঘিন করে। অসুবিধা হলেও তাই চেপে রাখি। অফিস বা বাড়ি ঢুকে টয়লেট যাই।’

মহিলাদের নিরাপত্তা

সমস্যা শুধু অপরিচ্ছন্নতা নয়, নিরাপত্তার অভাবও। ২০১৯ সালের গোড়ার ঘটনা। দমদম স্টেশনে এক তরুণী শৌচালয়ে গিয়ে নিগ্রহের শিকার হন কেয়ারটেকারের হাতে। পরে কেয়ারটেকারকে জিআরপি-র কাছে নিয়ে গেলে দেখা যায় এক পুরুষ টিপ, শাড়ি পরে মহিলা বেশে বসেছিলেন। মহিলাদের নিরাপত্তাসংক্রান্ত ফাঁক থেকেই গিয়েছে — কথায় কথায় স্বীকার করলেন সুজিতবাবুও। ‘তিন বছর আগে সাউথ কলকাতার এক টয়লেটে কাজ করতাম। একটু রাত হলেই মহিলাদের টয়লেটের সামনে কিছু ছেলে ঘুরঘুর করত। অনেক অন্যায় কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্ররোচনায় পা দিইনি।’ পাবলিক টয়লেটের কেয়ারটেকারদের একটি ইউনিফর্ম ও পরিচয়পত্র থাকার কথা। ২০১৯ সালের ঘটনাটির পরপর এই নিয়ে এক সংবাদমাধ্যম প্রশ্ন তোলে। মেয়র পারিষদ স্বপন সমাদ্দার তখন জানিয়েছিলেন — ‘লিজ পাওয়া সংস্থার দেখার দায়িত্ব এগুলি।’ তারা কেমন দায়িত্ব পালন করছেন, সেটা পাবলিক টয়লেটের ‘নিত্যযাত্রীরা’ খালি চোখেই দেখতে পাবেন।

লাখের অঙ্কে আয়
লাখের অঙ্কে আয়

লাখের অঙ্কে আয়

মাস গেলে পাবলিক টয়লেট থেকে আয়ের অঙ্কটাও চোখ ধাঁধানো। রেলের কথাই ধরা যাক। স্টেশনের এক-একটা টয়লেট তিন বছর লিজ নেওয়া যায়। নিলামে সারা বছরের জন্য কোনও টয়লেটের দাম ৫০ লাখ তো কোনওটা আবার এক কোটি ছুঁয়ে যায়! তবে কন্ট্র্যাক্টরদের দাবি, এই লাখ লাখ টাকার সিংহভাগই যাঁরা নিলাম ডাকেন তাঁদের পকেটে যায়। বারাসত, বনগাঁ, ঠাকুরনগর, অশোকনগরসহ বেশ কয়েকটি স্টেশনের টয়লেট লিজ নিয়েছেন দীপ নীর। দীপের কথায়, ‘বারাসতে একটি টয়লেটের জন্য কোয়ার্টারলি (প্রতি তিন মাসে) ২ লাখ ৩০ হাজার দিতে হয়। অর্থাৎ বছরে ৯ লাখের উপর রেলকেই দিতে হয়। এছাড়া স্টাফেদের ৪০০ টাকা রোজ । ডেইলি গড়ে ২৫০০ থেকে ৩০০০ টাকার সেল হয়। এবার হিসেব করুন আমাদের পকেটে কত আসে। নিলামে শিয়ালদার নয় নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন টয়লেটটির বাৎসরিক দর উঠেছিল ৬৬ লাখ টাকা!’ একটা টয়লেটরই এত দাম। বাকি টয়লেটগুলি থেকে শুধু শিয়ালদা স্টেশনের আয় সহজেই অনুমেয়।

‘দুই পক্ষকেই সচেতন হতে হবে’

‘প্রশাসন যদি একটু দেখভাল করে, লিজ দেওয়ার পর নজরদারি করে; তাহলে অনেক টয়লেট রাতারাতি পরিচ্ছন্ন হয়ে যাবে।’ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক সুবর্ণ গোস্বামীর আরও মত, ‘পরিচ্ছন্ন টয়লেট চাইলে দুই পক্ষকেই সচেতন হতে হবে অনেকে টয়লেট ব্যবহার করে জল দেন না। এই খারাপ অভ্যাস ত্যাগ করা জরুরি। এর জন্য বহু রোগ ছড়ায়। আবার যে সংস্থাগুলি টয়লেটের দায়িত্ব পায়, তাদেরও উচিত টয়লেট পরিচ্ছন্ন রাখা। অনেকেই সেই দায়িত্ব ঠিকমতো পালন করেন না। এখানেই দরকার কড়া নজরদারি। নির্মল বাংলা, স্বচ্ছ ভারত অনেক কিছুই হচ্ছে, কিন্তু দৃশ্য পাল্টাচ্ছে না।’

'উন্মুক্ত' পাবলিক টয়লেট!
'উন্মুক্ত' পাবলিক টয়লেট!

‘পাবলিক টয়লেট থেকে রাজ্যের রোগ’

পাবলিক টয়লেট নিয়ে মহিলাদের মধ্যে ভয় প্রকট। ষোলোজনের সঙ্গে কথা বলেও এমন কাউকে পাওয়া গেল না যিনি নিশ্চিন্তে সুলভ শৌচালয় ব্যবহার করেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্রী বৃষ্টি শীল। বাড়ি মালদায়। ঘন ঘন তাঁকে এক্সপ্রেস ট্রেনে চড়তে হয়। বৃষ্টির কথায়, ‘ট্রেনের টয়লেটের কথা যত কম বলা যায় ততই ভালো। কষ্ট হলেও চেপে রাখতে হয়। রোগের ভয় সবচেয়ে বেশি। আমি যে ট্রেনে বাড়ি যাই, পড়শি এক রাজ্যের বাসিন্দারা নিয়মিত সেই ট্রেনে ওঠেন। তাদের মধ্যে পরিচ্ছন্নতা বোধের অভাব আরও প্রকট।’ শহরের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুদীপ বসুর কথায়, ‘সুলভ শৌচালয় থেকে প্রায়ই মূত্রের সংক্রমণ (ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) ছড়ায়। এছাড়াও মহিলাদের যোনিদ্বারে সংক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন হয়। পরে সেটা স্বামী বা পুরুষসঙ্গীর মধ্যেও ছড়িয়ে যেতে দেখেছি। এইসব কারণে অনেকেই পাবলিক টয়লেট ব্যবহার করতে চান না।’

‘প্রস্রাব চেপে রাখলেও বিপদ’

কিন্তু প্রস্রাব চেপে রাখলেও তো রোগের ভয় রয়েছে। সুদীপবাবুর পরামর্শ, ‘এই কারণেই টয়লেট ব্যবহার করা উচিত। তবে পরিচ্ছন্নতা বিধি মেনে। ব্যবহারের আগে সিটটা সাধারণ জল দিয়ে পরিস্কার করে নিন। কমোড সিস্টেম হলে শরীরের সঙ্গে সিটের স্পর্শ হয়। সেক্ষেত্রে টয়লেটের পর টিস্যু দিয়ে ওই নির্দিষ্ট অঙ্গ পরিস্কার করে নিতে হবে।’ চিকিৎসকের কথায়, ‘চেপে রাখার প্রবণতা থেকে মূত্রথলির নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে হঠাৎ করে প্রস্রাব হয়ে যাওয়া। ৪০-৫০ বছরের মহিলারাও আমার কাছে এই সমস্যা নিয়ে আসেন। দীর্ঘ দিন ধরে প্রস্রাব চেপে রাখতে রাখতে পেশি নষ্ট হয়ে যায়। তাই কিছু নিয়ম মেনে সম্ভব হলে অবশ্যই টয়লেট ব্যবহার করুন।’

পেট্রোল পাম্প ও মেট্রোর টয়লেটের হাল

বিদেশের সঙ্গে এই ব্যাপারে যে ভারতের আকাশপাতাল তফাত, সে কথাও জানাচ্ছেন সুদীপবাবু। কর্মসূত্রে ১২ বছর ইংল্যান্ডে ছিলেন। তাঁর কথায়, ‘ইউরোপ, আমেরিকায় পাবলিক টয়লেটগুলি বাড়ির টয়লেটের থেকেও বেশি পরিচ্ছন্ন থাকে। হাইজিনের ব্যাপারে ভারতেও এই সচেতনতাটা প্রথমে জরুরি। আমাদের এখানে পেট্রোল পাম্পগুলিতে টয়লেটের সুবিধা থাকার কথা। কিন্তু অধিকাংশই তালাবন্ধ থাকে। যে কয়েকটা খোলা, তাদের অবস্থা কহতব্য নয়।’ প্রসঙ্গত, মেট্রোর টয়লটেও তথৈবচ হাল থাকে অধিকাংশ সময়। উত্তর কলকাতায় একটি ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড বছর পঁয়ষট্টির সুনীল ঘোষ। মেট্রো করে রোজ আসতে হয় বেলগাছিয়া। তাঁর কথায়, ‘প্রথম প্রথম তো টয়লেট কোথায় জিজ্ঞেস করলে বলতও না ঠিকমতো। পরে নিজে খুঁজে নিয়েছি। কিন্তু টয়লেট ঠিকমতো সাফ থাকে না।’

বেগের মুহূর্ত
বেগের মুহূর্ত

‘হাত’ছাড়া প্রথম প্রেম

বেশ কয়েক বছর আগের ঘটনা। ন’টার দত্তপুকুর লোকালে অফিস যেতেন প্রতিমদা। মধ্য ত্রিশের যুবকের সঙ্গে আলাপ হয় কলেজ যাওয়ার পথে। নিত্যযাত্রীসুলভ বন্ধুত্ব গড়ে ওঠার পর একদিন তাঁর প্রেমকাহিনি শুনিয়ছিলেন। পাবলিক টয়লেট ওই গল্পে ভিলেনের ভূমিকায়। ‘কলেজ স্ট্রিটে দেখা হবে প্রেমিকার সঙ্গে। প্রথম প্রেমের প্রথম দেখা। প্রচণ্ড নার্ভাস। বাড়ি থেকে বেরনো ইস্তক পেটে কেমন একটা ফিলিং হচ্ছিল। বাস আর্মহার্স্ট স্ট্রিট ক্রসিং পেরোল। আর রিস্ক নিলাম না‌। নেমে পড়ে চিত্তরঞ্জন কলেজের গায়ের টয়লেটে ঢুকলাম। নেচারস কলে সাড়া দিতে দিতেই পকেটে গার্লফ্রেন্ডের কল। কাজ সেরে টাকা দিতে দিতেই কল করলাম‌। প্রেস্টিজ রক্ষা করতে বলেছিলাম জ্যাম। কাল হল ওটাই। উল্টোদিকের ফুটপাথে বইয়ের দোকানে দাঁড়িয়েছিল ও। বেরোনোর সময় চোখাচোখি হয়ে গেল। সেদিন আর বেশি কথা হয়নি! অনেক আশা ছিল , হালকা করে হাত ছোঁব, তারপর হাতটা হাতে নিয়ে হাঁটব…। ধরতেই হাত সরিয়ে নিয়েছিল!’ সেই থেকে মহিলাদের উপর একটা অভিমান রয়ে গিয়েছে প্রতিমদার।

পাবলিক টয়লেট যাদের ‘হিরো’

তবে পাবলিক টয়লেট যেমন কারও কাছে ভিলেন, তেমনই কারও কাছে ‘হিরো’। রাস্তাঘাটে বেরোলেই অনেকের পেট গুরগুর করে, নিম্নচাপের অনুভূতি হয়। কেউ কেউ সুলভ শৌচালয়ে গিয়ে তবেই শান্তি পান। পেটের সঙ্গে মনটাও হালকা হয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এর নাম ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস। ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক শুভদীপ পাল জানাচ্ছেন, ‘আইবিএস অন্ত্রের একটি সমস্যা। কিন্তু কোলনস্কোপিতে তেমন কোনও সমস্যা খুঁজে পাওয়া যায় না। তাই এর কারণ এখনও অজানা। অনেকে বলেন এটি সাইকোসোমাটিক ডিসঅর্ডার। অর্থাৎ কিছুটা শারীরিক কিছুটা মানসিক। নির্দিষ্ট কারণ নেই বলে নির্দিষ্ট চিকিৎসাও নেই। উপসর্গের চিকিৎসা করা হয় মূলত। তবে আইবিএস মানেই বারবার টয়লেট যেতে হবে তা নয়। বলা ভালো, এটা একটা অনুভূতি। ঋতুচক্রের সময় অনেক মেয়েও এই সমস্যার শিকার হন। এক্সারসাইজ, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, ওজন কমানো ও সর্বোপরি স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে পারলে অন্ত্রের এই নৈরাজ্য সামাল দেওয়া যায়।’

‘এ চাপ এলে সব চাপ হাওয়া’
‘এ চাপ এলে সব চাপ হাওয়া’ ( সমস্ত ছবি - সংকেত ধর @ HT বাংলা)

‘এ চাপ এলে সব চাপ হাওয়া!’

অপরিচ্ছন্নতার একটি দৃশ্যের বর্ণনা দিয়ে শেষ করা যাক এই লেখা। রাস্তাঘাটে যেখানে সেখানে টয়লেট করার দৃশ্য তো দেখাই যায়। এই ঘটনা কিছুটা আলাদা। ভোর ভোর বর্ধমান যেতে হবে অফিসের কাজে। প্রথমে একটি লোকালে হাওড়া, সেখান থেকে অন্য ট্রেন‌। হাওড়ার ঢোকার কিছু আগেই একটি যুবক গেটের সামনে প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়লেন। জলের সরু ধারা হাওয়ার বেগে বেঁকে পিছনের কামরার দিকে ধাবমান। ঘটনাচক্রে জানা গেল, এই দৃশ্য বর্ধমান বা পাশকুঁড়ার মতো দূরপাল্লার লোকালে রোজই দেখা যায়। নিত্যযাত্রীদের একজন বললেন, ‘এ ছেলে তো কমবয়সী। বুড়োদের আরও বেশি অসুবিধা। কিছু উপায় নেই দাদা।’ টয়লেট সেরে যুবকটি ভিতরে এসে একগাল হেসে বললেন, ‘বুঝলেন না ভাই, এ হল নিম্নচাপ। এ চাপ এলে সব চাপ হাওয়া!’

Latest News

'পাশের ফ্ল্যাটটা হলে মেয়ের নিরাপত্তা নিয়ে টেনশনে থাকতাম’, অরিন্দমকে খোঁচা বিরসার 'সুপ্রিম কোর্ট আমাদের যোগ্য-অযোগ্যের তালিকা দিতে বলেনি', আন্দোলনের মাঝে ব্রাত্য মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২২ এপ্রিলের রাশিফল

Latest lifestyle News in Bangla

‘আমিও পাপী…’ পোপ ফ্রান্সিসের এই ৯ উক্তি আজও গোটা বিশ্বের কাছে আদর্শ সর্বনাশের হাতছানি! কলিযুগের ভবিষ্যদ্বাণী করলেন প্রেমানন্দজি মহারাজ দিল্লির এই বাসিন্দা ঘরেই বানিয়ে ফেললেন অর্কিডের বাগান! জানালেন বিশেষ কৌশলটি লম্বা চুল চান? সেদ্ধ ভাত দিয়ে তৈরি করুন সেরা হেয়ার মাস্ক গরমের রাতেও জরুরি স্কিন কেয়ার! কোন রুটিন মানলে বাড়বে গ্লো? খোঁজ দিলেন চিকিৎসক এই গরমে মাটির কলসিতে জল রাখার কথা ভাবছেন? কেনার সময় মাথায় রাখুন এই ৭ টি বিষয় ফাদার ফ্রান্সিসের পর রোমান ক্যাথলিক জগতের পরবর্তী পোপ কে? কীভাবে হয় নির্বাচন ঠাটাপোড়া রোদের জন্য হাতেও ট্যান পড়ছে? এইসব পোশাক থাক আপনার সামার ফ্যাশনে রান্না করার সময় এই ৫ টি 'ভুল' ভুলেও করবেন না! সুস্থ থাকার টিপস রইল শুধু হাতের ছোঁয়ায় অনেকের রোগ সারিয়েছিলেন পোপ! চোখে জল সেইসব ঘটনার সাক্ষীদের

IPL 2025 News in Bangla

রাহুল দ্রাবিড়ের রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! উঠছে তদন্তের দাবি আরও ১০ রান যোগ হতে পারত… KKR-র বিরুদ্ধে জিতেও কি খুশি নন GT অধিনায়ক শুভমন গিল? ব্যাটাররা আত্মবিশ্বাস হারাচ্ছেন… কেন অংকৃষ ৯ নম্বরে? জানালেন KKR মেন্টর ব্র্যাভো কাদের দোষে ম্যাচ হারল KKR? হারের দায় কাদের উপর দিলেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে? IPL-এ KKR বধ করে প্লে অফের আরও কাছে গুজরাট! খাদের কিনারায় নাইট রাইডার্স কাটা ঘায়ে নুনের ছিটে! ইডেনে বাটলারের জলভাত ক্যাচ ছেড়ে চার রান দিলেন বৈভব তোমার ব্যাট দিয়েই অনেক রান করেছি! উপহার পেয়ে কাঁদতে কাঁদতে বিরাটকে বললেন মুশির সামনে বিয়ে নাকি? ইডেনে মরিসনের প্রশ্নে লজ্জায় লাল শুভমন গিল, কী জবাব দিলেন? গম্ভীরের দয়ায় অযোগ্য হয়েও BCCI-র কেন্দ্রীয় চুক্তি তালিকায় হর্ষিত? জানুন আসল সত্য ‘আপনারা সবাই খুব…’! IPL-এর মাঠে রাঘবকে ‘জিজু’ বলে ডাক, কী প্রতিক্রিয়া পরিনীতির

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.