Nabami Special Chicken Dish: নবমীতে বানিয়ে ফেলুন বিশেষ আমিষ পদ। রইল শাহি চিকেনের রেসিপি। বানিয়ে তাক লাগিয়ে দিন বাড়ির সকলের।
নবমীর শাহি চিকেন। (গ্রাফিক্স সুমন রায়)
দুর্গাপুজোয় যদি অষ্টমী মানেই নিরামিষ হয়, তাহলে লবমী মানেই আমিষ। এই বিশেষ দিনে কী রান্না করতে পারেন, তা নিয়ে এখনও সংশয়ে রয়েছেন? এমন কিছু রান্নার কথা ভাবছেন, যাতে সময়ও কম লাগবে, আবার খেতেও দারুণ হবে? এমন কোনও নিরামিষ পদের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য বিশেষ পদ রইল এখানে। নাম শাহি চিকেন। বিশেষ এই আমিষ পদটি শুধু পুজোর মরশুমে কেন, অন্য সময়েও বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন রেসিপি। আর চমকে দিন বাড়ির সকলকে।
বোনলেস চিকেনকে ছোট ছোট ৩ ভাগ করতে হবে, সেটা কে ম্যারিনেট করতে হবে লেবুর রস, আদা রসুন বাটা দেড় টেবিল চামচ নুন, গোলমরিচ দিয়ে।
চিকেন কিমার সঙ্গে আধ চামচ আদা রসুন বাটা, ড্রাই ফ্রুটস ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, কোকোনাট পাউডার, নুন দিয়ে ম্যারিনেট করতে হবে।
বোনলেস চিকেনের মধ্যে চিকেন কিমা ভোরে রোল করে, ময়দাতে কোট করতে হবে। ফেটানো ডিমে চুবিয়ে, ব্রেডক্রাম্বসে কোট করে কিছুক্ষণ ম্যারিনেট করে ভেজে নিতে হবে সাদা তেলে।
করাইয়ে মাখন গরম করে, পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে, তার মধ্যে কাজু পোস্ত চারমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে নুন, গোলমরিচ দিতে হবে। ফুটে উঠলে তার মধ্যে চিকেন দিয়ে দিতে হবে।