মাদার্স ডে-তে মাকে কখনও এই উপহার দিয়েছেন? এবারে দিন, খুশি উপচে পড়বে তাঁর মুখে
Updated: 26 Apr 2025, 07:30 AM IST- আগামী ১১ মে মাদার্স ডে। তবে এই দিনের জন্য গিফট কেনার প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে যায়। যারা অনলাইন শপিং করেন, তাদের আরও আগে ভাবতে হয়। এবারের মাদার্স ডে-তে মাকে নিচের যেকোনও গিফট দিতে পারেন।
পরবর্তী ফটো গ্যালারি