
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইদ উপলক্ষ্যে সুপারস্টার সলমন খানের বোন অর্পিতা শর্মার বাড়িতে জমেছিল বিশেষ আসর। সেখানে বলিউডের একের পর এক তারকা আমন্ত্রিত ছিলেন ইদের পার্টিতে। শেহনাজ গিল থেকে রণবীর সিং , দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানাওয়াত। আর সেই পার্টিতেই আইভরি পেপলামের সঙ্গে কঙ্গনা পরেছিলেন শরারা। আর সেই পোশাক আলাদা করে সকলের মাঝে নজর কেড়েছে।
ইদের পার্টি উপলক্ষ্যে বলিউড তারকারা সেজছিলেন এথনিক সাজে। তারই মধ্যে কঙ্গনা পরেন শরারা সঙ্গে ছিল পেপলাম কুর্তি। পোশাকের রঙ ছিল আইভরি। এই গোটা পোশাকে আলাদা করে এম্ব্রয়ডারির কাজ করা রয়েছে। ফটো শিকারিরা এদিন আলাদা করে কঙ্গনার ছবি তোলেন। তবে শুধুমাত্র পোশাকের কাপড়ের ধরন ও এম্ব্রয়ডারির কাজের জন্য এই পোশাকের দাম প্রায় আধ লাখ। এতে রয়েছে বিশেষ সোনালী ও টার্কিস নীল কাজ। রয়েছে আলাদা করে জর্জেট ফেবরিকের কাজ। সঙ্গে ভি -কাট ও কোয়ার্টার নেক স্লিভ। এই পোশাক ডিজাইনার গোপী বৈদের। ভাত রান্নার সময় এই জিনিসটি ফেলবেন না! ধবধবে ত্বক পেতে ঘরেই বানান টোনার, ক্লিনজার
কঙ্গনার ওড়না এদিন ছিল অর্গানজার। আইভরি রঙের এই পোশাকে কার্যত ইদের দিনের 'চাঁদ' হয়ে উঠেছিলেন বলিউডের 'কুইন'। সঙ্গে ছিল গোট্টা পাট্টি বর্ডার। গোপী বৈদের ওয়েবসাইট বলছে ৪৬,৯৯৯ টাকা এই পোশাকের দাম। এই কুর্তি ও শারারা সেট দুটি মিলিয়ে এমন দাম পড়ছে এই পোশাকের। পার্টিতে সকলের জমকালো পোশাকের মাঝে সাদা রঙে কীভাবে আলাদা করে নজর কাড়তে হয় কার্যত ফের শিখিয়ে দিল কঙ্গনার এই ফ্যাশন স্টেটমেন্ট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports