Diabetes Control Tips: ডায়াবিটিসের যম এই উপাদান! হার্ট ভালো রাখতেও অব্যর্থ। এই মশলার গুণাগুণ জানলে চমকে যাবেন।
1/6দেখতে ছোট হলেও যে কোনও খাবারের স্বাদ বদলাতে অপরিহার্য এলাচ। তবে এর গুণাগুণও কম নয়। ছোট এই মশলার গুণে মুগ্ধ হতেই হয়। (Freepik)
2/6হজমের সমস্যায় অত্যন্ত কার্যকরী এলাচ। পেটে ব্যথা বা বমিবমি ভাব থেকেও মুক্তি দিতে পারে এই মশলা (Freepik)
3/6মুখমণ্ডলের যে কোনও সমস্যায় অত্যন্ত কার্যকরী এই ঘরোয়া টোটকা। মুখের দুর্গন্ধও দ্রুত নির্মূল করতে পারে। (Freepik)
4/6এলাচে প্রচুর পরিমানে ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যা রক্ত চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে। তাই নিয়মিত এই মশলা পাতে রাখলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে। (Freepik)
5/6হৃদয় ভাল রাখতে অতুলনীয় এলাচ। এই মশলার গুণাগুণে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। রক্তচাপ নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী ছোট এলাচ। (Freepik)
6/6ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে রান্নাঘরের এই উপাদান এমনই দেখা গিয়েছে বেশ কিছু গবেষণায়। তাই নিয়মিত পাতে রাখতেই পারেন ছোট এই মশলাটিকে। (Freepik)