বাংলা নিউজ > টুকিটাকি > Covid decreased life expectancy: করোনার কারণে কমে গিয়েছে গড় আয়ু, রিপোর্ট প্রকাশ করল WHO
পরবর্তী খবর
এক দশকেরও বেশি আয়ু কমে গিয়েছে মানুষের। একমাত্র করোনা মহামারীর কারণেই বিশ্বব্যাপী আয়ু অর্থাৎ বেঁচে থাকার হার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে এমনটাই। সংস্থাটি আরও বলেছে যে কোভিড-১৯ এর কারণে, আয়ুর স্থিতিশীল বৃদ্ধির প্রবণতা এবং জন্মের সময় সুস্থতার আয়ু একে অপরের একেবারে বিপরীত হয়ে গিয়েছে।