আজ বুদ্ধ পূর্ণিমা। ভগবান গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিলাভ এবং মহানির্বাণের ঘটনাকে স্মরণ করতে পালন করা হয় এই বিশেষ দিন। ভারতে বৌদ্ধধর্মের প্রভাব ছিল ব্যাপক। গোটা দেশেই একসময় প্রসারিত হয়েছিল এই ধর্ম। আর সেই সূত্রে গড়ে উঠেছিল বহু বৌদ্ধবিহার। তেমনই নয়টি বিখ্যাত বৌদ্ধবিহার এগুলি।
আরও পড়ুন - অক্লান্ত সেবা করেন আহত সেনাদের, ফ্লোরেন্স নাইটিঙ্গলের এই নিয়ম আজও মেনে চলে বিশ্ব
১. হেমিস মঠ - ভারতের লাদাখের হেমিসে অবস্থিত দ্রুকপা বংশের একটি তিব্বতি বৌদ্ধ মঠ (গোম্পা)। এটি লেহ থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে সিন্ধু নদীর পশ্চিম তীরে অবস্থিত। মঠটি জুন-জুলাই মাসে অনুষ্ঠিত গুরু পদ্মসম্ভবের বার্ষিক উৎসবের জন্য বিখ্যাত।
২. টাবো মঠ - ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার তাবো গ্রামে অবস্থিত। ৯৯৬ খ্রিস্টাব্দে তিব্বতি বৌদ্ধ লোটসাওয়া (অনুবাদক) রিনচেন জাংপো (মহাউরু রামভদ্র) ও পশ্চিম হিমালয় রাজ্য গুগে-এর রাজা ইয়েশে ওই মঠটি প্রতিষ্ঠা করেন।
৩. সুলগ্লাগখাং মঠ - এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বিখ্যাত মঠগুলির মধ্যে একটি। হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাকলডগঞ্জ শহরতলিতে অবস্থিত এই মঠ। পরম পবিত্র দালাই লামার আবাসস্থল এটি। দালাই লামার মন্দির নামেও পরিচিত এই মঠ।
৪. থিকসে মঠ - এটি তিব্বতি বৌদ্ধধর্মের গেলুগ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি গোম্পা (মঠ)। এটি ভারতের লাদাখের লেহ থেকে প্রায় ১৯ কিলোমিটার পূর্বে থিকসে গ্রামের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি তিব্বতের লাসার পোটালা প্রাসাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে পরিচিত। এটি বারোতল বিশিষ্ট কমপ্লেক্স। এতে স্তূপ, মূর্তি, থাংকা, দেয়ালচিত্র এবং তরবারির মতো বৌদ্ধ শিল্পের অনেক জিনিসপত্র রয়েছে।
আরও পড়ুন - আন্তর্জাতিক নার্স দিবসে অভিনব বার্তা এই বছর! কেন পালিত হয়? মুগ্ধ করবে ইতিহাস
৫. তাওয়াং মঠ- এটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার তাওয়াং শহরে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম এবং তিব্বতের লাসায় পোটালা প্রাসাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ।
৬. বাইলাকুপ্পে মঠ (নামদ্রালিং) - এটি বিশ্বের তিব্বতি বৌদ্ধধর্মের নিংমা বংশের বৃহত্তম শিক্ষাকেন্দ্র। এটি কর্ণাটক রাজ্যের মহীশূর জেলার বাইলাকুপ্পেতে অবস্থিত। এই মঠটিতে পাঁচ হাজারেরও বেশি লামার সংঘ সম্প্রদায়ের বাসস্থান। এটি তিব্বতি বৌদ্ধধর্মের নিংমা বংশের বৃহত্তম শিক্ষাকেন্দ্র যেখানে ইয়েশে ওডসাল শেরাব রালড্রি লিং নামে একটি জুনিয়র হাই স্কুল, একটি ধর্মীয় কলেজ (অথবা সন্ন্যাসী এবং সন্ন্যাসী উভয়ের জন্য শেদ্রা) এবং একটি হাসপাতাল রয়েছে।