Ananya Panday: সুস্বাদু পনির ভুর্জির একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনেত্রী জাহ্নবী কাপুর তাঁকে পাঠিয়েছেন।
অনন্যা-জাহ্নবী
খেতে প্রচণ্ড ভালোবাসেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায়শই নানা রকম খাবারের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেন তিনি। রাস্তার খাবারের প্রতি তাঁর ভালোবাসা অগাধ। নিজেকে তো ‘কাবাবি গার্ল’ও বলে ফেলেন অনন্যা। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি খাবারের ছবি পোস্ট করেছেন। পনির ভুর্জি খাচ্ছেন অভিনেত্রী। তবে জানেন এই খাবারটি অনন্যার জন্য ভালোবেসে পাঠিয়েছেন জাহ্নবী কাপুর।