মুক্তি পেল যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজ অভিনীত 'ছিপকলি'র দ্বিতীয় গান 'তোমার ঘরে বসত করে'। সোমবার 'ছিপকলি'র মিউজিক লঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অভিনেতা যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজ, পরিচালক কৌশিক কর, অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস সহ অন্যান্য কলাকুশলীরা। নজরুলতীর্থে লাইভ পারফরম্যান্স করতে দেখা যায় গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিককে। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক ও ছবির প্রযোজক মিমো। তিনিই ছবির 'তোমার ঘরে বসত করে' গানটি গেয়েছেন। যেটি লিখেছেন সোহম মজুমদার। প্রসঙ্গত ৭ এপ্রিল মুক্তি পাবে কৌশিক করের প্রথম হিন্দি ছবি।