
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মুখে অক্সিজেন মাস্ক, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই কোভিড আক্রান্ত তরুণীর। কিন্তু রয়েছে প্রবল বেঁচে থাকার ইচ্ছে। দিল্লির এক হাসপাতালের বেডে বসে ‘লাভ ইউ জিন্দেগি’ গানের সুরে তাল মেলাতে দেখা গিয়েছিল এক তরুণীকে। বছর ৩০-এর সেই তরুণী আর নেই। কোভিডের থাবায় প্রাণ হারিয়েছে সে। বৃহস্পতিবার একথা জানিয়েছেন চিকিৎসক মনিকা সিং।
টুইট করে চিকিৎসক লিখেছেন, ‘খুব খারাপ লাগছে। আমরা এক সাহসীকে হারালাম। দয়া করে ওঁর পরিবার এবং সন্তানের জন্য প্রার্থনা করুন’।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত সেই তরুণী প্রথমে হাসপাতালে আইসিইউ-র বেড পাননি৷ এরপর তাঁর জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হয়৷ গত ১৫ দিন ধরে চিকিৎসা চলছিল তাঁর৷ কোভিড আক্রান্ত তরুণীর শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ১০ মে চিকিৎসক ডাঃ মণিকা লঙ্ঘে লিখেছিলেন, ‘ওঁর অবস্থা স্থিতিশীল নয়। আইসিইউ-তে দেওয়া হয়েছে ওঁকে। ওঁর জন্য প্রার্থনা করুন। নিজেকে খুব অসহায় লাগছে। সব কিছু ভগবানের হাতে’।
উল্লেখ্য, গত শনিবার মেয়েটির একটি ভিডিয়ো টুইটারে আপলোড করেন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ মণিকা লঙ্ঘে। ক্যাপশনে লিখেছিলেন 'মেয়েটা আজ গান শুনতে চাইছিল। অনুমতি দিলাম। ও শেখাল হাল ছেড়ো না'।
শাহরুখের ডিয়ার জিন্দেগি ছবির ‘লাভ ইউ জিন্দেগি’ গানটি চালিয়ে ওই তরুণীর বার্তা ছিল, 'কখনও হাল ছেড়োনা বন্ধু... ৷ হতাশা পেরিয়ে জীবনকে ভালবাসো' ৷
৳7,777 IPL 2025 Sports Bonus