আরজি কর আবহে বিতর্কের মাঝেই দুর্গাপুজো কার্নিভাল করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এবার পুজো কার্নিভালের ঘোর বিরোধিতা করেছেন অনেকেই। তবে কার্নিভাল হবেই, সাফ জানিয়ে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। সেই মতোই নির্দিষ্ট সময়েই রেডরোডে শুরু হয়েছে পুজো কার্নিভাল। এই মুহূর্তে সেই কার্নিভালের মঞ্চে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা।
তবে এবার কার্নিভালে আদপে কোন কোন সেলেব গিয়ে উপস্থিত হন, সেদিকে চোখ রয়েছে গোটা রাজ্যের। কে কে রয়েছেন সেখানে। এবার পুজো কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশেই দেখা গেল এরাজ্যের গুটিকতক সেলেবকে। ছিলেন সাংসদ অভিনেত্রী জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, অভিনেতা, বিধায়ক সোহম চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া পাল, 'মিঠাই' অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ড, শ্রীতমা ভট্টাচার্য, অভিনেতা দিগন্ত বাগচীকে।
এছাড়াও পুজো কার্নিভালে এবার নাচ করতে দেখা গেল নীল ভট্টাচার্য ও সম্পূর্ণা লাহিড়িকে।
আরও পড়ুন-'পারমিট না পেলে মরে যাব, আমার আর কোথাও যাওয়ার নেই…', ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা
আরও পড়ুন-পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট?