
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্রিকেটার কেএল রাহুল এবং অভিনেত্রী অথিয়া শেট্টি এক সুন্দর কন্যার পিতামাতা হয়েছেন। উভয়ে গতকাল তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন যে তাঁদের ঘরে কন্যার জন্ম হয়েছে। এই সুখবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বিনোদন ও ক্রীড়া জগত থেকে দম্পতিকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। কিন্তু অভিনেতা সুনীল শেট্টি, যিনি এখন দাদু হয়েছেন, নাতনির জন্মের পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন। ভাই আহান শেট্টিও মামা হওয়ার পর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে তার আনন্দ প্রকাশ করেছেন।
জামাই কেএল রাহুল এবং কন্যা অথিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে সুনীল শেট্টি কমেন্ট করে হার্ট এবং ‘দুষ্টু চোখ’ ইমোজি শেয়ার করেছেন। অভিনেতা এই পোস্টটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেছেন। ঘরে কন্যার আগমন কেএল রাহুল এবং অথিয়ার পরিবারে আনন্দের বন্যা নিয়ে এসেছে। কেএল রাহুল এবং অথিয়া শেট্টির ঘরে কন্যার জন্মের উপলক্ষে বিনোদন ও ক্রীড়া জগত থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। অর্জুন কাপুর, কিয়ারা আডবানি, অনন্যা পান্ডে, পরীণীতি চোপড়া, মাসাবা গুপ্তা, করিশ্মা কাপুর, মলাইকা অরোরা, টাইগার শ্রফ, ঈশা গুপ্তা, সোনাক্ষী সিনহা, ধনশ্রী বর্মা, শিখর ধাওয়ান এবং সূর্যকুমার সহ অনেক সেলিব্রিটি শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, কেএল রাহুল এবং অথিয়া ২৩ জানুয়ারি ২০২৩ তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের দুই বছর পর তারা কন্যার আগমনে আনন্দিত। গত বছর নভেম্বরে তাঁরা জানিয়েছিলেন যে তাঁরা পিতামাতা হতে চলেছেন। অথিয়া বেশিরভাগ সময় স্বামী কেএল রাহুলের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজের সময় ছিলেন। গর্ভাবস্থার শেষ মাসগুলিতে তাঁকে পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল। এখন আইপিএল শুরুর সময় কন্যার জন্ম হয়েছে। এই অবস্থায় কেএল রাহুল তাঁর সমস্ত সময় স্ত্রী এবং কন্যার সঙ্গে কাটাবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports