এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের তারকা বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। কেবল বিরোধীরা নন, বিনোদন জগতের অনেকেই তাঁর এই কাজকে সমর্থন করেনি এমনকী অভিনেতার পাশে নেই তাঁর দলের অনেকেই। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায় সোহমের সঙ্গে দেবের সম্পর্ক বেশ ভালো। সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়ীও হয়েছেন দেব। ভোটের অনেক আগে থেকেই তাঁকে ঘিরে ছিল আলোক বৃত্ত। তাই বন্ধুর এই কান্ডে তাঁর কী মত জানতে চাওয়া হলে দেব জানান, তিনি কোনও ভাবেই এই ঘটনাকে সমর্থন করেন না।
সোমবার দিল্লিতে পা রেখে দেব এই প্রসঙ্গে বলেন, “সোহম একজন জনপ্রতিনিধি। আমি ওকে বুদ্ধিমান বলে ভাবতাম। সোহম আমার খুব ভাল বন্ধু। কিন্তু বন্ধু বলে আমি সব কিছু সমর্থন করতে পারি না। এক্ষেত্রে সোহমের ক্ষমা চাওয়া উচিত। সোহমের সঙ্গে আমি কথা বলেছি, ও ঠিক কাজ করেনি।"
প্রসঙ্গত, সোহমের এই ঘটনা প্রসঙ্গে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টলিপাড়ার আরও এক অভিনেতা কৌশিক সেন তাঁকে দেবকে অনুসরণ করার পরামর্শ দেন। তিনি বলেন, "আমার কাছে অবশ্য আগে ওঁর অভিনেতার পরিচয়টাই গুরুত্বপূর্ণ। যেদিন এই ঘটনা ঘটে সেদিন কিন্তু তিনি কোনও দলের হয়ে প্রতিনিধিত্ব করেনি, একজন অভিনেতা হিসেবে আমাদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন। তাই এই ঘটনায় আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ পুড়েছে। সোহমকে বুঝতে হবে যে তৃণমূলের গুন্ডাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই আর সেই সংখ্যা বাড়ানোর কোনও প্রয়োজন নেই। সোহমের বরং উচিত দেবকে অনুসরণ করা। এই যে হিরণের মতো একজন সাব স্ট্যান্ডার্ড অভিনেতা তথা সাব স্ট্যান্ডার্ড প্রার্থী দেবকে নিয়ে যে এত খারাপ কথা বলেছেন তার প্রত্যুত্তরে মারধর দূরে থাক, দেব একটা উত্তরও দেয়নি। তাই সোহমের উচিত শেখ শাহজাহানকে অনুকরন না করে, দেবকে অনুসরণ করা।"
আরও পড়ুন: 'আমি শাহরুখের ফ্যানেদের খুব ভয় পাই…' নায়কের সঙ্গে কাজ না করার প্রসঙ্গে বিস্ফোরক অনুরাগ
কী ঘটেছিল নিউটাউনের রেস্তরাঁয়?
শুক্রবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনে এক রেস্তরাঁয় শ্যুটিং করছিলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। সেই রেস্তরাঁর মালিককে মারধর করার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম দাবি করেন, রেস্তরাঁর মালিক এবং কর্মচারী খারাপ ব্যবহার করেন। শুধু তাই নয় রাজ্যের শাসকদলের অন্যতম প্রধান মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও কুৎসা করেন ওই রেস্তরাঁ মালিক। তখনই নাকি বচসা বাঁধে। তারপর তা হাতাহাতির দিকে মোড় নেয়।