
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রত্যাশা মতো আয় করতে পারেনি বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভক্যাক্সিন ওয়ার’। ২০২২ সালে দর্শকদের ব্লকবাস্টার সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ উপহার দিয়েছিলেন বিবেক। ৩৪০ কোটির উপর আয় করেছিল ছবিখানা। ১৯৯০ সালে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার, তাঁদের উপত্যকা ছাড়তে বাধ্য করার মতো নানা ঘটনা সিনেমায় তুলে ধরে নাম কামিয়েছিলেন বিবেক। কিন্তু দেখা গেল সেই ম্যাজিক তৈরি করতে ব্যর্থ হয় ভ্যাক্সিন ওয়ার।
বৃহস্পতিবার মুক্তির দিন ভ্যাক্সিন ওয়ার খাতা খোলে মাত্র ৮৫ লাখ দিয়ে। এরপর শুক্রবারে তা সামান্য বাড়ে। তবে শনিবার আসতেই বাড়ল আয়। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভ্যাক্সিন ওয়ারের শনিবারের আয় বক্স অফিস থেকে ১.৫০ কোটি। আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে রোম্যান্স, বিয়ে ভেঙে যাওয়া! ‘সন্তানরা আমার প্রেমের কথা জানে’: বিস্ফোরক দাবি রবিনা ট্যান্ডনের
রিপোর্ট বলছে, শনিবার ১.৫০ কোটির কাছাকাছি আয় করেছে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা। আর বৃহস্পতি ও শুক্রবারে আয় ছিল যথাক্রমে ৮৫ ও ৯০ লাখ। আর তিন দিনে ছবির আয় গিয়ে দাঁড়াল ৩.২৫ কোটিতে।
আসলে ভ্যাক্সিন ওয়ারকে মুখোমুখি হতে হয়েছে শাহরুখ খানের জওয়ানের। যা ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর এখনও বহাল তবিয়তে রাজত্ব করছে সিনেমাহলগুলিতে। এই অবস্থায় এখনও জওয়ানে মজে থাকা দর্শককে নিজের দিকে টানতে কিছুটা ব্যর্থই হচ্ছেন বিবেক। আরও পড়ুন: ভারতীয় বিজ্ঞানীদের করোনার টিকা তৈরির হাড়হিম লড়াই প্রকাশ্যে, ফের বাজিমাত বিবেক অগ্নিহোত্রীর
করোনা মহামারী ও লকডাউনের সময় বিদেশের বড় বড় শক্তির সঙ্গে পাল্লা দিয়ে সময়ের মধ্যে করোনার টিকা বানানো নিয়ে ভারতীয় বিজ্ঞানীদের লড়াই নিয়েই সিনেমা ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। BBV152 ভ্যাক্সিন তৈরির জার্নিই দেখানো হয়েছে এই সিনেমায়, যা কোভ্যাক্সিন নামেও পরিচিত। এটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে অংশীদারিত্বে ভারত বায়োটেক দ্বারা তৈরি হয়েছিল এই টিকা। কীভাবে ভারতের একদল বিজ্ঞানী নানা চাপের কাছে মাথা না নুইয়ে ২৪ ঘণ্টা ধরে পরিশ্রম করেছিলেন করোনার টিকা সঠিক সময়ে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, তাই ছিল এই সিনেমার বিষয়বস্তু। এটিই প্রথম ভারতের ভারতের প্রথম বায়ো সায়েন্স সিনেমা, দাবি করেছেন বিবেক ছবির ট্রেলারে। নানা পাটেকর, অনুপম খের, রাইমা সেন, পল্লবী জোশি ও সপ্তমী গৌড়ারা রয়েছেন মুখ্য চরিত্রে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports