বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal-Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে কাজ করে স্বপ্ন সফল ভিকির, বললেন, 'এবার বুঝছি কেন ওঁকে বাদশা বলে সবাই'
পরবর্তী খবর
Vicky Kaushal-Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে কাজ করে স্বপ্ন সফল ভিকির, বললেন, 'এবার বুঝছি কেন ওঁকে বাদশা বলে সবাই'
1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 10:12 PM ISTSubhasmita Kanji
Vicky Kaushal-Shah Rukh Khan: ডঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন ভিকি কৌশল। কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।
শাহরুখের সঙ্গে কাজ করে স্বপ্ন সফল ভিকির
২০২৩ সালটা যেন শাহরুখ খানেরই। একটার পর একটা হিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর ডঙ্কি ছবিটি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ভিকি কৌশল। কিং খানের সঙ্গে স্ক্রিন ভাগ করা থেকে কাজের অভিজ্ঞতা জানালেন ভিকি।
শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ভিকির?
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশল শাহরুখের সঙ্গে কাজ করার প্রসঙ্গে জানান, 'মনে হচ্ছে যেন একটা স্বপ্ন পূরণ হল। ওঁর সঙ্গে দেখা করাটাই যেন একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো বিষয়, তাহলে ভাবুন ওঁর সঙ্গে কাজ করতে পারাটা কত বড় বিষয়! তাও আবার রাজু স্যার (রাজকুমার হিরানি) সেই ছবির পরিচালনা করেছেন।'
তিনি কথা বলতে গিয়ে জানান এখনই তিনি এই ছবির বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। তবুও জানান, 'আমি খুব ডিটেলে কিছু বলছি না, কিন্তু এটুকু বলতে পারি আমি ওঁর সঙ্গে কাজ করে বুঝেছি যে ওঁকে কেন বাদশা বলা হয়। আলাদাই কিছু একটা উনি। ওঁর মতো কেউ নেই। কেউ না।'
ডঙ্কি ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। এছাড়া রয়েছেন বোমান ইরানির মতো অভিনেতারাও। ইতিমধ্যেই এই ছবির গান লুট পুট গয়া মুক্তি পেয়েছে। এটি গেয়েছেন অরিজিৎ সিং।
ভিকি কৌশলের আগামী প্রজেক্ট
ভিকি কৌশলকে আগামীতে স্যাম বাহাদুর ছবিতে দেখা যেতে চলেছে।এই ছবিতে তিনি ভারতের প্রথম ফিল্ড মার্শালের চরিত্রে অভিনয় করবেন। আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ, ভিকির বিপরীতে তাঁর স্ত্রীর চরিত্রে থাকবেন সানিয়া মালহোত্রা।