চর্চায় থাকতে কেমনভাবে হয় তা ভালোভাবেই জানেন উর্বশী রাউতেলা। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কম জলঘোলা হয়নি, এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার নাসিম শাহের সঙ্গে নিজেই নিজের নাম জুড়ে দিলেন উর্বশী রাউতেলা। ঋষভ পন্ত পর্ব পেরিয়ে এখন নাসিমে মজেছেন অভিনেত্রী, অন্তত তাঁর ইনস্টাগ্রামের দেওয়াল তেমনটাই জানান দিয়েছে। অথচ নাসিম শাহের সঙ্গে নিজের রোম্যান্টিক (ফ্যানের তৈরি) ভিডিয়ো শেয়ার করে ফেঁসে গেলেন ‘সনম রে’ অভিনেত্রী।
ব্যাপারটা কী?
পাক ক্রিকেটের নয়া সেনসেশন নাসিম শাহকে ঘিরে এখন উচ্ছ্বাস সবমহলে। এই হ্যান্ডসাম ক্রিকেটারের সঙ্গে নিজের একটি ভিডিয়ো কোলাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন উর্বশী। প্রেক্ষাপটে বাজছে আতিফ আসলামের গাওয়া ‘মুসাফির’ গান। ফ্যান মেড ভিডিয়োটি দেখলে মনে হবে যেন মাঠ থেকে গ্যালারি-তে বসে থাকা উর্বশীর দিকে তাকিয়েই মুচকি হাসছেন নাসিম। নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিয়ো, এর পরেই চর্চা শুরু হয় উর্বশী এবং নাসিম শাহের সম্পর্ক নিয়ে। পাশাপাশি চরম কটাক্ষের মুখেও পড়েন এই বলি সুন্দরী।

সাফাই দিলেন উর্বশী
এত দূর তাও সব ঠিকই ছিল, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী রাউতেলার প্রসঙ্গ উঠতেই যে প্রতিক্রিয়া দিয়েছেন নাসিম, তা অভিনেত্রীর জন্য চরম লজ্জার কারণ হতে পারে। এরপরই তড়িঘড়ি ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা বিষয় নিয়ে সাফাই পেশ করলেন উর্বশী। তিনি লেখেন, ‘কিছুদিন আগে আমার টিম কিছু ফ্যানেদের তৈরি এডিট করা ভিডিয়ো আমার অনুমতি ছাড়াই শেয়ার করেছিল। আমি সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি সেগুলো নিয়ে কোনও সংবাদ পরিবেশন যেন না করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা’।
নাসিম কী বলেছেন উর্বশীকে নিয়ে?
এক সংবাদ সম্মেলনে যখন নাসিমকে প্রশ্ন করা হয়, উর্বশীর পোস্ট করা ভিডিয়ো সম্পর্কে তিনি কী ভাবছেন? তা শুনেই নাসিম স্পষ্ট জানিয়ে, তিনি জানেন না উর্বশী রাউতেলা কে এবং তিনি কোন ভিডিয়ো আপলোড করেছিলেন। নাসিম আরও বলেন, ‘জানি না কে এই সব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে, সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিয়ো দিয়েছে, তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই। এখন আমার একমাত্র ফোকাস ক্রিকেট খেলা।’
এরপর উর্বশীর কোর্টে বল ঠেলে এই পাক পেসারের মন্তব্য, ‘আমি তো মাঠে খেলছিলাম। কেউ যদি আমার জন্য আসে, কারোর আমার খেলা দেখে দেখে ভালো লাগে, তা হলে তো কিছু বলার নেই। আমাকে যদি কারোর ভালো লেগে থাকে, তা হলে খুব ভালো কথা।’