TV actor Pratik Sen: 'প্রথাগত স্কুল-কলেজে যাইনি, পড়াশোনা বাড়িতেই', জন্মদিনে জানালেন পর্দার 'খোকাবাবু'
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2023, 01:42 PM ISTপ্রতীক সেন জানান, তাঁর স্কুলিং নাকি বাড়িতেই, প্রথাগত স্কুল-কলেজে তিনি যাননি। আর তাই তাঁর বন্ধু-বান্ধবের সংখ্যাও কম। মায়ের সঙ্গেই তিনি মূলত বেশি কথা শেয়ার করেন বলে জানান প্রতীক। অভিনেতা-অভিনেত্রীদের প্রেম জীবন নিয়ে সবসময়ই আগ্রহ থাকে, তবে প্রতীক জানান, তিনি এখনও সিঙ্গল।
প্রতীক সেন, অভিনেতা