মারণ ভাইরাসের দাপটে সিনেমা ইন্ডাস্ট্রি কার্যত বিপর্যস্ত। উলটো দিকে অতিমারির ফলে ছোট পর্দার জৌলুস আরও বেড়েছে বললে অত্যুক্তি হবে না। সেই রমরমা যে কতটা তার প্রমাণ দেয় নন-ফিকশন শো-গুলি। ছোট পর্দায় রয়েছে বিরাট সংখ্যক দর্শকের উপস্থিতি। ধারাবাহিকগুলি পাশাপাশি নন-ফিকশন শো-এর জনপ্রিয়তাও কম নয়।
টেলিভিশন এখন দর্শককে নতুন কনটেন্ট হিসেবে উপহার দিতে চাইছে তাদের ফিকশন এবং নন-ফিকশন শো উভয় ক্ষেত্রেই। আর এই নন ফিকশন-শো টিআরপি রেটিং-এ বড়সড় প্রভাব ফেলেছে। চলতি সপ্তাহে নন-ফিকশন শো-এ কে কাকে টেক্কা দিল সেদিকেও নজর সকলের।
চলতি সপ্তাহের রেটিং চার্টে নজর রাখলে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২’ টিআরপি রেটিং-এ সবার উপরে রয়েছে। একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ‘দাদাগিরি সিজন ৯’-এর জনপ্রিয়তাও তুখোড়। নন-ফিকশন জঁর-এ স্টার জলসার রিয়ালিটি শো ‘ইসমার্ট জোড়ি’কে ফের হারিয়ে দিল ‘দাদাগিরি’। কম যায়নি ‘দিদি নম্বর ১’-ও। আরও পড়ুন: TRP List: রিকি আসার পরেও ‘মিঠাই’-এর ভরাডুবি, সেরা কে? ‘ধুলোকণা’ না ‘গাঁটছড়া’
এক নজরে দেখে নিন নন-ফিকশন শো-এর তালিকা-
প্রথম- ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২’ (৭.১)
দ্বিতীয়- 'দাদাগিরি সিজন ৯' (৫.০)
তৃতীয়- ‘দিদি নম্বর ১’ (রবিবারের পর্ব, ৪.৩)