পাত্রের বয়স ৭৫। পাত্রীর বয়স ৪৯। বয়সের পার্থক্য অবশ্য বাধা হল না ভালোবাসার কাছে। বয়স যে নেহাতই একটা সংখ্যা তা গতকাল প্রমাণ করলেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।দীর্ঘদিন ধরেই প্রেম করছেন দু'জনে। ছিলেন লিভ-ইন সম্পর্কে। অবশেষে গতকাল চার হাত এক হয় টলিউডের দুই অভিনেতার। হাইল্যান্ড পার্কের কাছে একটি রেস্তোরাঁয় ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান হয়। সেখানেই রেজিস্ট্রি সারেন দীপঙ্কর-দোলন। মালাবদল হয়।সাদা পাঞ্জাবী ও ধুতিতে একেবারে কম বয়সের বর লাগছিলেন দীপঙ্কর। অন্যদিকে, লাল বেনারসিতে অসামান্য লাগছিলেন দোলন।সঙ্গে পরেছিলেন মানানসই গয়না।বিয়েতে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শীর্ষ সেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু ও শীর্ষ সেন-সহ ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।