
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এই তো সেদিন বসিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নুসরতকে দেখে মুগ্ধ হয়েছিলেন মিকা সিং। বলেছিলেন, ‘প্রথমবার দেখছি কোনও সাংসদ এতটা ফিট’। কিন্তু তার দুয়েক-দিনও গেল না, সকাল সকালে এসব কী খাওয়া শুরু করলেন নুসরত! সোমবার সকাল সকাল নুসরত প্রাতঃরাশের যেসব খাবার শেয়ার করেছেন তা দেখে চক্ষু-চড়কগাছ নেটপাড়ার।
ব্রেকফাস্টে ঠিক কী খাচ্ছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান? নুসরতের ইনস্টাস্টোরিতে দেখা যাচ্ছে, সকাল সকাল প্রথমে প্রাকৃতিক চা, তারপর ফুলকো লুচি, আলু চচ্চড়ি দিয়ে প্রাতঃরাশ সারছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, ‘আমরা একেবারেই ডায়েটে নেই…’। যদিও নুসরতের নামে অভিযোগ, তিনি নাকি কড়া ডায়েটে থাকেন সবসময়। কোনও অস্বাস্থ্যকর, ভাজা খাবার তিনি খান না একেবারেই। তবে সেসময় জল্পনায় জল ঢেলে সকাল সাকাল প্রাতঃরাশের যে ছবি পোস্ট করেছেন তাতে নেটপাড়া বলছে, ‘আপনি সত্যিই এসব খাবার খান?’ । তবে নুসরত একা খাননি, অভিনেতা স্বামী যশ দাশগুপ্তকেও ওই একই খাবার খাইয়েছেন।
নুসরতের প্রাতঃরাশ
এদিকে রবিবার বসন্তের রৌদ্রজ্জ্বল সকালে নিজের বেশকিছু ঝলমলে ছবি পোস্ট করেছেন সাংসদ, অভিনেত্রী। নীল ডেনিম শর্টসের সঙ্গে হলুদ কলার দেওয়া টি-শার্টে দেখা গিয়েছে নুসরতকে। ক্যাপশানে লিখেছেন, ‘sundaying’। নুসরতে এই ছবিতে নেটিজেনদের কেউ লিখেছেন, 'অল্প ওজন বাড়লে সুন্দর দেখাবে।' কারোর কথায়, ‘কলেজ গার্ল’-এর মতো দেখাচ্ছে। কারোর মন্তব্য, ‘নায়িকা ভীষণই ফিট, ঈশ্বর আশীর্বাদ করুন…’।
এর আগে বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবে গিয়ে ছোলামাখা কিনেও খেতে দেখা গিয়েছে নুসরত জাহানকে। নুসরত যখন ছোলামাখা কিনলেন, পাশ থেকে একমহিলা মনে করিয়ে দিলেন ফুচকা খেয়েছিলেন মনে আছে? নুসরত তখন বললেন, সেই শেষ খাওয়া, তারপর আর খাওয়া হয়নি। ছোলামাখা নেওয়ার পর নুসরত মজা করে ওই মহিলাকেই মজা করে বলেন, ‘বৌদি টাকাটা দিয়ে দেবেন…’। সঙ্গে সঙ্গেই মহিলা হাসিমুখে উত্তর দেন নিশ্চয়।
ছোলামাখা খেতে ব্যস্ত নুসরত জাহান
দীর্ঘ ৫ বছর সম্প্রতি নুসরত জাহানের উদ্যোগে বসিরহাট কলেজে নবীনবরণ উৎসবের আয়োজন হয়। সেখানে হাজির ছিলেন মিকা সিং। সেদিন মঞ্চে মিকার সঙ্গে স্টেপ মেলাতে দেখা যায় নুসরতকে। আবার কখনও কলেজ পড়ুয়াদের সঙ্গেও জমিয়ে নেচেছেন তিনি। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
৳7,777 IPL 2025 Sports Bonus