ভোটে দাঁড়িয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তাই হয়তো, নিজের সোশ্যাল মিডিয়ায় করোনায় দিনরাত কাজ করে চলা ‘রেড ভলেন্টিয়ার্স’দের নম্বর শেয়ার করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু, বোঝেননি সেটাই বুমেরাং হয়ে ফিরে আসবে। একজন তৃণমূল প্রার্থী হয়ে বামেদের সংগঠনের নম্বর শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল রাজকে। প্রশ্ন উঠল, 'আপনি কী করেছেন ?'
কলকাতার কোভিড পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘রেড ভলান্টিয়ার্স’ বাহিনী তৈরি করেছে যুব সিপিএম। পুরসভার (KMC) বিভিন্ন ওয়ার্ড এলাকায় দায়িত্ব ভাগ করে ৮৩ জন তরুণ-তরুণীকে নিয়ে দলটি তৈরি করা হয়েছে। আর সোমবার এই ‘রেড ভলেন্টিয়ার্স’দের ফোন নম্বর শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘হাওড়ার মধ্যে কারোর অক্সিজেন সিলিন্ডার, রক্ত, হসপিটালের বেড, পানীয় জল, ওষুধ, অ্যাম্বুল্যান্স, আরও যে কোনও রকমের দরকারে Red volunteers এর এমারজেন্সি নাম্বারে 980488…’

রাজের এই পোস্ট প্রথমে শেয়ার করে তাঁকে কটাক্ষ করেন বাম-সমর্থিত পরিচালক অনীক দত্ত। ধীরাজ দাস নামে এক বাম সমর্থক লিখেছেন, ‘‘ কে পোস্ট করেছে সেটা একটু পরে দেখবেন। আগে দেখুন - কি কি প্রয়োজনে যোগাযোগ করতে বলেছে … যোগাযোগের ঠিকানা? সেই ‘রেড ভলেন্টিয়ার্স’ এই রেড বা লাল শুনলেই আপনারা যাঁরা বুনো ষাঁড়ের মত ক্ষেপে যান, সেই রেড বা লাল পার্টির এক কমরেডের নাম্বার ই দিয়েছেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।’’
এরপরেই নেটিজেনদের ট্রোলিংয়ের হাত থেকে রক্ষা পাননি রাজ। ‘আপনি নিজে করোনা মোকাবিলায় কী করেছেন’, ‘ভোট চাইতে আপনারা ঘরে ঘরে আসতে পারেন, দরকারে না’-র মতো মন্তব্য সারাদিন ঘোরাফেরা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও পরে পোস্টটি ডিলিট করে দেন রাজ। কারণ হিসেবে দেন একটি স্ক্রিনশট—

যদিও রাজের এই পোস্টে মন গলেনি নেটাগরিকদের। বরং না জেনেশুনে, কারও অনুমতি না নিয়ে ব্যক্তিগত নম্বর শেয়ার করায় তাঁকে একহাত নিয়েছেন নেটাগরিকরা। ক্ষমতা থাকলে রাজকীয় ফ্ল্যাট থেকে ছবি শেয়ার না করে রাস্তায় নেমে কাজ করারও উপদেশ পেয়েছেন পরিচালক।