শুরু হয়ে গিয়েছে টাইগার ৩-এর অগ্রিম বুকিং। আর এখন থেকেই বক্স অফিসে রাজত্ব করছেন সলমন খান। যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলারটি ইতিমধ্যেই ১০ কোটি মূল্যের টিকিট বিক্রি করে ফেলেছে।
ফিল্ম ট্রেড পোর্টাল স্যাকনিল্কের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট করা হয়েছে যে, টাইগার ৩ -এর অগ্রিম বুকিংয় ১০ কোটি ছাড়িয়েছে।
এখানেই শেষ নয়, টাইগার ৩ সিনেমা হলে চলবে ২৪x৭। এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বক্স অফিস। মধ্য প্রাচ্য ও আহমেদাবাদে নেওয়া হয়েছে এই উদ্যোগ। যা এই প্রথম হতে চলেছে কোনও সিনেমার ক্ষেত্রে।
১২ নভেম্বর আহমেদাবাদে রাত ২টোয় রাখা হচ্ছে টাইগার ৩-এর প্রথম শো। মানে ভোর হওয়া অবধিও আর অপেক্ষা করতে হবে না সলমন-প্রেমীদের। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহ, যেমন মিরদিফ, দুবাইয়ের ভক্স সিনেমাস আবার সেদিন রাত ১২টা ০৫ থেকেই চালু করে দেবে সিনেমার শো। সৌদি আরবের নাখিল মল, রিয়াদ-এও রাত ২ টোয় থাকছে টাইগার ৩-এর প্রথম শো। আরও পড়ুন: শ্রীময়ীর লাজুক চাহনি, আড়চোখে তাকাচ্ছেন কাঞ্চনের দিকে, একসঙ্গে রক্তবীজের পর্টিতে
সিনেমার সঙ্গে জড়িত এক ব্যক্ত জানিয়েছেন, ‘আমরা বেশিরভাগ থিয়েটারে টাইগার ৩ দেখতে পারব ২৪x৭। সোমবার ১৩ নভেম্বর লক্ষ্মীপুজোর পরের দিন (দিওয়ালির সময় হওয়া লক্ষ্মীপুজো) থেকেই এই ব্যবস্থা করা হচ্ছে। ছবি ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে দেশব্যপী ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আর সেটার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’ আরও পড়ুন: কেরিয়ারের শুরুতেই রূপান্তরকামী মহিলা! কোন সিনেমা দিয়ে ডেবিউ আমির-পুত্র জুনায়েদের