মহামারীর ভয়াবহতার গল্প নিয়ে পর্দায় অনুষা-ঋতব্রত! মুক্তি পেল অশোক বিশ্বনাথনের 'হেমন্তের অপরাহ্ন' ছবির ট্রেলার
Updated: 25 Jun 2024, 06:12 PM IST PIU DEY 25 Jun 2024 Hemanter Aparanha, Rwitobroto Mukherjee, Anusha Biswanathan, হেমন্তের অপরাহ্ন, অশোক বিশ্বনাথন, অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অর্ঘকমল মিত্রবহুদিন পরে ফের ছবির পরিচালনায় ফিরছেন অশোক বিশ্বনাথ... more
বহুদিন পরে ফের ছবির পরিচালনায় ফিরছেন অশোক বিশ্বনাথন, সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। তাঁর নতুন ছবি 'হেমন্তের অপরাহ্ন'-এর পোস্টারও ইতিমধ্যেই লঞ্চ হয়েছে পরিচালক শ্রী গৌতম ঘোষের হাত ধরে। এছাড়া সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠানিক ভাবে লঞ্চ হল ছবির ট্রেলার।
পরবর্তী ফটো গ্যালারি