ছোট পর্দায় জুটি বাঁধছেন 'বরণ' রুদ্রিক সুস্মিত মুখোপাধ্যায় এবং 'জীবন সাথী'র ঝিলম অর্থাৎ শ্রাবণী ভূঁইঞা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের কাজ। প্রোমো শ্যুটও সারা।টলিপাড়ার অন্দরের গুঞ্জন, গ্রামের এক মেয়েকে ঘিরে আবর্তিত হবে ধারাবাহিকের গল্প। সেই চরিত্রে দেখা যাবে শ্রাবণীকে। নাম মাধবীলতা। ভালোবাসার জঙ্গলকে আগলে রাখে সে। অতীতে একই কাজ করতে গিয়ে প্রাণ হারায় তার মা। ফরেস্ট রেঞ্জার অফিসার হওয়ার স্বপ্ন দেখে মাধবীলতা। তার যত ভাবনা, যত আশা, সবই যেন সেই জঙ্গলকে ঘিরেই।ধারাবাহিকে খলের চরিত্রে দেখা যাবে কুশল চক্রবর্তীকে। জঙ্গলের গাছপালা কেটে সে কাঠের চোরাকারবার চালায়। তারই ছেলের ভূমিকায় থাকবেন সুস্মিত। জানা গিয়েছে, ধারাবাহিকে সুস্মিতের বাগদত্তা এক ফরেস্ট রেঞ্জার অফিসার। কিন্তু শেষমেশ বিয়ে ভাঙবে তাদের।কী ভাবে আলাপ হবে নায়ক-নায়িকার? কোন পথে এগোবে তাদের সম্পর্ক? সেই গল্পই বলবে এই ধারাবাহিক।খুব সম্ভবত ব্লুজ প্রযোজনা সংস্থার ছাতার নীচে তৈরি হবে ধারাবাহিকটি। দেখা যাবে স্টার জলসায়।