এই মুহূর্তে টরেন্টোয় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে গিয়েও বারবার মনে পড়ে যাচ্ছে কলকাতার কথা। কিন্তু সব থেকে বেশি মিস কাকে করছেন অভিনেত্রী? কার কথা ভেবে চোখে জল চলে আসছে তাঁর?
টরেন্টোয় একটি রেস্তোরাঁয় বসে দুটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। একটিতে রয়েছে একটি বিদেশি ডিশ, অন্যটিতে রয়েছে স্বস্তিকার মন খারাপের ছবি। কিন্তু খেতে বসে কার কথা মনে করছেন তিনি? মেয়ে, দিদি, না অন্য কেউ?
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
না, পরিবারের কেউ নয়। অভিনেত্রীর মনে পড়ে যাচ্ছে কলকাতার বিরিয়ানির কথা। ছবি দুটি পোস্ট করে তিনি লেখেন, ‘কলকাতায় ফিরে আগে এক প্লেট বিরিয়ানি খাব। আরেকটু চিকেন চাপের ঝোল আর ফিরনি। মনে হচ্ছে এক জন্ম খাইনি। বিদেশ একটু কলকাতার বিরিয়ানি টা পাওয়া গেলে কি যে ধন্য ধন্য ব্যাপারটা হত কিন্তু ওই যে-সব পেলে নষ্ট জীবন।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই ছবিটি স্কালোপের। মনে মনে বিরিয়ানিকে স্মরণ করে বাহারি খাবার খাচ্ছি। মুখে উদাসীন ভাবের আবির্ভাব এই কারণেই। ক্যাপশন দেখে বেশ বোঝাই যাচ্ছে, দূর দেশে নিজের শহরের প্রিয় খাবার ভীষণভাবে মিস করছেন অভিনেত্রী।’
স্বস্তিকার এই পোস্টে কমেন্ট করে ভিনদেশী বাঙালিরা লিখেছেন, আপনি ঠিকই বলেছেন। নিজেদের দেশের খাবারের সঙ্গে অন্য দেশের খাবারে কোনও তুলনাই হয় না। কেউ কেউ আবার কলকাতায় কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় তার হদিসও দিয়েছেন।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, ওয়েব সিরিজ হোক অথবা সিনেমা, সর্বত্র সমানভাবে সাবলীল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘দুপুর ঠাকুরপো’ হোক অথবা ‘বিজয়া’, যে কোনও চরিত্রেই তিনি বারবার সকলকে ছাপিয়ে যান। এই মুহূর্তে কলকাতা থেকে বহু দূরে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।