
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একজন ভীষণ ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুস্মিতা সেন একজন ভীষণ ভালো মানুষও। চিরকাল সকলের সঙ্গে সখ্যতা বজায় রেখেই চলেন তিনি। বিয়ে না করেও দুই সন্তানের মা তিনি। বাবা মায়ের আদুরে সুস্মিতা এবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন বাবাকে।
সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, ‘সব থেকে ভালো মানুষ। তোমাকে আমি বাবা ডাকতে পেরে ধন্য!! শুভ ৮০ তম জন্মদিন বাবা। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ থাকুন সর্বদা। #bestbaba #besttata. আমি তোমাকে অনেক ভালোবাসি!!! #duggadugga #titan @alisahsen47 @reneesen47 @subhra51 @rajeevsen9 @asopacharu @ziana_asopa।’
আরও পড়ুন: নিন্দকদের মুখে ছাই দিয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য! ডিভোর্সের জল্পনা উড়িয়ে জুটি বেঁধে গেলেন কোথায়?
আরও পড়ুন: ঠিক যেন কভি খুশি কভি গমের কাজল! জেহর স্কুলের অনুষ্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন করিনা?
বাবা মায়ের সমর্থন সুস্মিতার জীবনকে যে সবসময় সহজ করে তুলেছিল, তা অভিনেত্রী সবসময় স্বীকার করেন। ১৮ বছর বয়সে তিনি যখন ‘মিস ইউনিভার্স’ সম্মানে সম্মানিত হয়েছিলেন, যার কৃতিত্ব তিনি সম্পূর্ণ তাঁর মাকে দিয়েছিলেন। তবে শুধু মা নন, বাবার অনুপ্রেরণাও প্রতিপদে শক্তি জুগিয়েছিল তাঁকে।
সুস্মিতার বাবা শুভীর সেন একজন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সুস্মিতার সঙ্গে বাবার যে ভীষণ ভালো সম্পর্ক তা বহুবার সংবাদমাধ্যমের সামনে বলেছেন সুস্মিতা নিজেই। বিতর্কিত প্রেম থেকে শুরু করে সিঙ্গেল মাদার, যখনই পরিবারের প্রয়োজন হয়েছে তখনই বাবা মাকে পাশে পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘বাপ এসেছে, মা এসেছে, সন্তানও এসেছে, তিনজনে মিলে ৫ নম্বর স্বপ্নময় লেন দিয়ে ঘুরে যাক…', বলছেন অন্বেষা
আরও পড়ুন: ‘আমি স্বাস্থ্যবতী বলে ১ম সাক্ষাতেই রঙ্গ-ব্যঙ্গ…’,তারপর? শাশ্বতকে নিয়ে মুখ খুললেন স্ত্রী মহুয়া দত্ত
মিস ইউনিভার্স হওয়ার পর ‘দস্তক’ সিনেমার মাধ্যমে প্রথম বলিউডে এন্ট্রি হয়েছিল অভিনেত্রীর। এরপর কার্যত আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। ‘সিরফ তুম’, ‘ম্যানে পেয়ার কিউ কিয়া’, ‘আখে’, ‘ম্যায় হু না’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘আলাগ’, ‘নির্বাক’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সিনেমার পাশাপাশি সুস্মিতাকে দেখা গেছে ডিজিটাল প্লাটফর্মেও অভিনয় করতে। ‘তালি’ সিনেমায় অসাধারণ অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা করিয়েছিলেন অভিনেত্রী। সর্বশেষ ‘আরিয়া ৩’ - তে অভিনয় করতে দেখা যায় সুস্মিতাকে, যেখানে একজন নির্ভীক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে বিয়ে না করলেও বহুবার প্রেমে পড়েছেন সুস্মিতা। বিক্রম ভাট থেকে শুরু করে ললিত মোদী, রণদীপ হুডা থেকে শুরু করে রোমান শল, সুস্মিতার জীবনে প্রেম এসেছে বহুবার কিন্তু শেষ পর্যন্ত কোনও প্রেমই পরিণতি পায়নি, তাই আজও সিঙ্গেল সুস্মিতা।
৳7,777 IPL 2025 Sports Bonus