ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। আপাতত সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারাও। সুনীল শেট্টিও তাঁর ক্রিকেটার জামাই কেএল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। আর এই জামাই-শ্বশুর সম্পর্ক বেশ পছন্দ হয়েছে নেটপাড়ার। এদিকে শুধু সুনীল শেট্টিই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেএল রাহুলের ম্যাচ জেতানো পারফরম্যান্সে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া শেট্টিও।
কেএল রাহুলের জন্য গর্বিত শ্বশুরমশাই সুনীল শেট্টি রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করে এক্স (পূর্বে টুইটার)এ কেএল রাহুলের একটি ছবি পোস্ট করেন। যেখানে ভারতীয় দলের দুর্দান্ত জয়ের পর মাঠ ছাড়ার আগে় কেএল রাহুলকে আকাশের দিকে তাকিয়ে ব্যাট উপরের দিকে তুলে ধরতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে সুনীল লেখেন, ‘ভারতের ইচ্ছা! রাহুলের কমান্ড ...’।