অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। ৮ই অগস্ট থেকে বেজে যাবে বিগ বস ওটিটি-র দামামা। প্রায় এক মাস আগে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে এই জনপ্রিয় রিয়ালিটি শো- সফর শুরু করছে, চলতি বছর বিগ বসের সবচেয়ে বড় চমক হতে চলেছে এই বিষয়টাই। ভুট অ্যাপে স্ট্রিমিং শুরু হবে বিগ বসের। আপতত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিগ বস হাউজে। একদম ঝাঁ চকচকে করে বিগ বসের ঘর-কে প্রতিযোগিদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে। প্রিমিয়ারের প্রায় এক সপ্তাহ আগে নেটমাধ্যমে ফাঁস হল বিগ বসের ঘরের প্রথম ঝলক। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ফাঁস হয়েছে, তা সরাসরি বিগ বস প্রতিযোগিদের বেড রুমে পৌঁছে দিল আপনাকে। ছবিই বলে দিচ্ছে এইবার বিগ বস প্রতিযোগিদের শোবার ঘরের দেওয়াল জুড়ে থাকবে ভাগ্যলিপি সংক্রান্ত ওয়ালপেপার।ক্রিস্টালের সূর্য-চাঁদ,জলপরী- চোখে পড়ল দেওয়াল জুড়ে। কোথাউ আবার লেখা রয়েছে- 'stay wild' এবং 'moon child'-এর মতো শব্দ। ঘরের ভিতরের বিছানা গুলি বাঙ্ক মতো হতে চলেছে, যেমনটা ট্রেনের কামরায় দেখা যায়। সবুজ রঙা একাধিক বাঙ্ক বেডের ছবি সামনে এসেছে। ক্যামেরা বসানোরও কাজ শুরু হয়ে গিয়েছে। যা ২৪ ঘন্টা ধরে নজরদারি চালাবে প্রতিযোগিদের কার্যকলাপে। বিগ বসের ওটিটি ভার্সন সঞ্চালনার দায়িত্বে থাকবেন করণ জোহর। শুক্রবারই কালার্সের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে শো-এর প্রথম প্রতিযোগির নাম। গায়িকা নেহা ভসিন অংশ নেবেন বিগ বস ওটিটি-তে। ৬ সপ্তাহ বিগ বস শুধু ওটিটিতে চলবে। তারপর টিভিতে দেখা যাবে এই শো। ১০ বছরেরও বেশি সময় ধরে টিভিতে এই শোয়ের সঞ্চালনা করছেন সলমন খান। যদিও টিভি শোয়ের সঞ্চালনায় ফের পর্দায় দেখা যাবে সলমনকে। করণ জোহর জানিয়েছেন, বিগ বস সঞ্চালনা করতে পেরে তাঁর মায়ের স্বপ্ন পূরণ করতে পারছেন তিনি। টিভির চেয়ে আরও বেশি নাটকীয় হবে ওটিটি ভার্সন, নিশ্চিত করেছেন কেজো।