ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শ্যুটিং হয় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের। সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড এসেছে অনুরাগের ছোঁয়ার ঝুলিতেই। কবে হবে সম্প্রচার?
কবে সম্প্রচার হবে স্টার জলসা পরিবার অ্য়াওয়ার্ড?
টিআরপি-তে কোন ধারাবাহিক কেমন ফল করছে, তা জানার উৎসাহ যেমন থাকে, তেমনই বছরভর অপেক্ষা চলে স্টার জলা পরিবার অ্যাওয়ার্ডেরও। শুধু পছন্দের ধারাবাহিক নয়, পছন্দরে নায়ক-নায়িকারা, কে কোন অ্যাওয়ার্ড জিতল, তা ঘরে বসে টিভির পর্দায় দেখার মজাই আলাদা। অ্যাওয়ার্ড হাতে পছন্দের অভিনেত্রীর দেওয়া উইনিং স্পিচও মন ভালো করতে পারে নিমেষে।
ফেব্রুয়ারির শুরুতেই হয়েছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। ২০২৩ সালে প্রোমো শ্যুট হওয়ার পরেও, বাতিল হয়েছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আর যার ফলে জলসা ফ্যানদের হা হুতাশের কোনও শেষ ছিল না। তবে ২০২৪ সালে আর তেমনটা হয়নি। মহা সমারোহে হয়েছিল আয়োজন।
জলসার প্রোমো বলছে, স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডের সম্প্রচার হবে ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ পরের পরের রবিবার। বিকেল ৬টা থেকে দেখা যাবে টিভিতে। প্রোমোতে জলসার প্রিয় ধারাবাহিকদের সব পরিবারেরই দেখা মিলেছে, অপরাজিতা থেকে জুন মালিয়া, যিশু থেকে ঋতুপর্ণা, সকলেই দেখা দিলেন। এলেন কোয়েলও।
প্রোমো বলছে পারফর্ম করেছে দুর্জয় আর রাণী। এমনকী, সোনা আর রূপাকে নিয়ে মঞ্চ মাতিয়েছেন সূর্য আর দীপাও। কোজাগরীও বরকে নিয়ে নাচ করার সুযোগ ছাড়েনি।
২০২২ থেকে ২৩-এর মাঝামাঝি অবধি একটানা স্টার জলসার দখলে ছিল বেঙ্গল টপার পজিশন। অনুরাগের ছোঁয়া ছিল সেইসময় অপ্রতিরোধ্য। গত বছর কোনও অ্যাওয়ার্ড না পেলেও, এবারে সূর্য-দীপারা পুরস্কারের সংখ্যায় রয়েছে উপরের দিকেই। খবর, প্রিয় শ্বশুর, শাশুড়ি, ট্রেন্ড সেটার, প্রিয় ছেলে, বউমা, প্রয় ভাই, খুদে সদস্য-র মতো একাধিক অ্যাওয়ার্ডই গিয়েছে এই ধারাবাহিকের দখলে। সেরা জুটির খুব সম্ভবত রানী ও দুর্জয়। তবে বিজয়ীদের গোটা তালিকা জানাতে আপনাকে টিভির পর্দাতে চোখ রাখতেই হবে।
এদিকে, হয়ে গিয়েছে জি বাংলার সোনার সংসারের শ্যুটও। সেটিও মার্চেই আসার কথা রয়েছে। যদিও এখনও সম্প্রচারের তারিখ ঘোষণা করা হয়নি, তবে আশা রাখা যাচ্ছে আসবে চলতি মাসেই। শুধু জানা গিয়েছে, সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে জগদ্ধাত্রী সিরিয়াল। নিম ফুলের মধু আর ফুলকি পরিবারও অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ভরে ভরে! মার্চ সিরিয়ালপ্রেমীদের জন্য সব মিলিয়ে বেশ জমজমাটই যাবে।