পরনে লাল রঙের গর্জাস ড্রেস। ‘মন মানে না’ গানে জমিয়ে নাচছেন কোয়েল মল্লিক। ‘পাগলু’র গানেও জমিয়ে নাচতে দেখা গেল তাঁকে। তারপরই আবার শাড়ি পরে হাজির হলেন কোয়েল। বললেন, ‘বাংলার সবথেকে বড় বিয়েবাড়ি, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। অনেকদিন পর সেখানেই জমিয়ে নাচগান হল, কিন্তু বিয়েটা কার?’
সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪-এর প্রোমো। সেখানেই বাংলার সবথেকে বড় বিয়ে বাড়ির কথা বলেছেন কোয়েল। তার কথা শেষ হতেই বর বেশে সামনে এলেন পাত্র। কিন্তু একী! এ যে কাঞ্চন মল্লিক। হ্যাঁ কাঞ্চনেরই বিয়ে নাকি সেখানে দেখানো হবে। পানপাতা দিয়ে চোখ ঢেকে এলেন পাত্রীও। কিন্তু পাত্রীটি কে? শ্রীময়ী নন নাকি? যিশু চেঁচিয়ে বললেন, 'কার সঙ্গে বিয়ে হচ্ছে, এটা তো জানি অন্তত!' তখনই ব্য়াকগ্রাউন্ড থেকে উত্তর এল, ‘সেটাই তো সারপ্রাইজড!’।
আরও পড়ুন-‘কেউ আসে না… আমার জয় দেখতে, বাবা-মাও না'! তিনি জলপাইগুড়ির মেয়ে, লড়াইয়ে কথা লিখলেন মিমি
আরও পড়ুন-‘কেউ আসে না… আমার জয় দেখতে, বাবা-মাও না'! তিনি জলপাইগুড়ির মেয়ে, লড়াইয়ে কথা লিখলেন মিমি