আবারও থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। জানা গিয়েছে দশম অবতার ছবির পর আবারও এই ছবিতে একসঙ্গে দেখা মিলবে যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মুখ্য মহিলা চরিত্রে থাকছেন কে?
আরও পড়ুন: উৎপল দত্ত বাবা, সাহানা বাজপেয়ী রজতাভ দত্তর স্ত্রী! ভাইরাল পোস্ট দেখেই কী প্রতিক্রিয়া গায়িকার?
কী ঘটেছে?
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দশম অবতার ছবিটি ২০২৩ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল। আদ্যোপান্ত থ্রিলার ছবিটিতে যিশু সেনগুপ্ত নিজেকেই কৃষ্ণের দশম অর্থাৎ কল্কি অবতার মনে করে একের পর এক হত্যা করে চলেছিল। সেখানে আবারও প্রবীর রায়চৌধুরী হয়ে ধরা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল সেই ছবি। এবার আবারও দশম অবতারের পর একসঙ্গে যিশু এবং প্রসেনজিৎকে স্ক্রিন ভাগ করতে। দেখাজাবে বলেই শোনা যাচ্ছে। তাও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেই। এটিও একটি থ্রিলার ঘরানার ছবি হবে।
তবে মুখ্য পুরুষ চরিত্রে তাঁরা দুজন থাকলেও মুখ্য মহিলা চরিত্রে কে থাকবেন সেটা জানা যায়নি। তবে সৃজিত মুখোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন তিনি থ্রিলার ছবি করলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান। এই ছবিতেই স্বস্তিকাকে দেখা যাবে কিনা সেটা সময়ই বলবে।
তবে আজকালের একটি রিপোর্টে জানানো হয়েছে প্রসেনজিৎ, যিশুর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন স্বস্তিকাই। যদি এই জল্পনা সত্যি হয়, তবে জাতিস্মর ছবিটির পর এই ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখা যাবে তাও ১১ বছর পর। জাতিস্মর ছবিটির গল্প থেকে গান কিংবা চরিত্ররা এখনও দর্শকদের মনে অমলিন। ফলে এই জল্পনা সত্যি করে যদি তাঁরা আবারও একসঙ্গে পর্দায় আসেন সেটা যে দারুণ হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: কোহলি অবসর ঘোষণা করতেই অনুষ্কাকে আক্রমণ! দোষারোপের মাঝে বিরাট-পত্নী লিখলেন, ‘যে লড়াই , যে কান্না…’
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
প্রসঙ্গত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটি মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই ২০২৫ সালে সৃজিতের দুটো ছবি মুক্তি পেয়েছে, সত্যি বলে সত্যি কিছু নেই এবং কিলবিল সোসাইটি। দুটোই বাণিজ্যিক ভাবে সফল। আগামীতে তাঁর লহ গৌরাঙ্গের নাম রে এবং উইঙ্কেল টুইঙ্কেল ছবি দুটি আসবে।