আপাতত ভারতের টি ২০ বিশ্বকাপ জয় নিয়ে উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবারই ভারতে ফিরেছে টিম ইন্ডিয়া। সারাদিন দেশ ছিল উৎসবের মেজাজে। মেন ইন ব্লু-র অসাধারণ খেলাই শুধু এবারে জায়গা করে নেয়নি খবরে, সঙ্গে ক্রিকেটারদের ভাইচারাও আলাদাভাবে নজর কেড়েছে।
এসবের মাঝেই অনলাইনে ভাইরাল একটি ভিডিয়ো। যেখানে সৌরভ কথা বলছেন কীভাবে একবার সচিন তাঁকে মুরগির মাংসের নাম করে খাইয়েছিলেন কুমিরের মাংস। সৌরভকে বলতে শোনা যায়, ‘২০০০ সালে আমরা কেনিয়া গিয়েছিলাম। তখন সবে ভারতের ক্যাপ্টেন হয়েছি। জোর করে আমায় একটা কারনিভোর রেস্তোরাঁতে নিয়ে যায়। মেনু কার্ডে দেখি কুমিরের মাংস, এই মাংস ওই মাংস। আমাকে জিজ্ঞেস করছে তুমি কী খাবে?’
আরও পড়ুন: ‘বউদি-দেওরের’ রেজিস্ট্রি ২০২২-এ! সামাজিক বিয়ের আগেই ডিভোর্সের পথে অর্ণব-ইপ্সিতা
‘আমার বাড়িতে কোনওদিন গোরুর মাংস বা এসব খাওয়ার অনুমতি ছিল না।এখনও নেই। মা যদি জানতে পারে, আমাকে স্নান করে বাড়ি ঢুকতে হবে। তো আমি মনে মনে ভাবলাম, কুমিরের মাংস খেয়ে এখানে অসুস্থ হলে ডাক্তারও পাব না! বললাম, আমি চিকেন খাব। সচিনও বলছে, হ্যাঁ আমরা সবাই চিকেন খাব। এবার খেয়ে বেরনোর পর আমাকে বলছে, কেমন খেলে? আমি বললাম, হ্যাঁ ভালোই তো ছিল। তখন বলছে ওটা চিকেন নয়, কুমিরের মাংস ছিল।’
আরও পড়ুন: নীতা-মুকেশ নাকি নাচ তুলেছেন ১ সপ্তাহ ধরে! সংগীতে পারফর্ম করার খবর সলমন-রণবীরের
সচিন আর সৌরভকে নিয়ে কতই না খবর ছড়িয়েছিল চারদিকে। তাঁদের ক্রিকেট জীবন চলাকালীন, আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নেওয়ার পরেও। তবে তাঁদের মধ্যেকার বন্ধুত্বে কখনো ভাঁটা পড়েনি।
আরও পড়ুন: ‘আবারও প্রেমে পড়তে হলে…’, বিচ্ছেদের বছর গড়াল, আর কী ভালোবাসায় ভরসা আছে জিতুর?
২০২৩ সালে সচিন নিজের জন্মদিনে একটি Ask Sachin সেশন করেছিলেন। সেখানে এক অনুরাগী, যিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে সৌরভের ভক্ত বলে পরিচয় দেন, তিনি মাস্টার ব্লাস্টারের কাছে অনুরোধ করেন, দাদাকে নিয়ে একটা শব্দ বলতে। সপ্রতিভ জবাব দেন সচিন। লেখেন, 'দাদি'। সঙ্গে ইমোজিও পোস্ট করেন। আর তাতে সৌরভকে ট্যাগও করেন।
বিশ্ব ক্রিকেটে ওপেনিং জুটি হিসাবে সবচেয়ে বেশি রান ছিল একসময় সচিন আর সৌরভের। ২২ গজে তাঁদের যুগলবন্দী দেখতে মুখিয়ে থাকত গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।