দ্য কেরালা স্টোরি এই বছর দুটি জাতীয় পুরস্কার জিতেছে। তবে এই নিয়ে অবশ্য প্রতিবাদে সামিল হয়েছেন কিছু মানুষ। সম্প্রতি এক নামি সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় কেরালা স্টোরির জাতীয় পুরস্কার জেতা নিয়ে একটি পোস্ট শেয়ার করেন।
সেই পোস্টে লেখা হয়েছে যে, দ্য কেরালা স্টোরি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ এবং বিভাজনমূলক চলচ্চিত্র এবং একটি ভুয়ো আখ্যান তৈরি করেছে। জুরি চেয়ারম্যান আশুতোষ গোয়ারিকরের উপরও ক্ষোভ উগরে দিয়েছেন ওই সাংবাদিক। তাঁর এই পোস্টকে সমর্থন করেছেন অভিনেত্রী দিয়া মির্জা ও সোনাক্ষি সিনহাও।
সাংবাদিক জিতেশ পিল্লাই লিখেছেন, ‘জাতীয় পুরস্কারের জুড়িরা ‘কেরালা স্টোরি'কে সেরা পরিচালনার পুরস্কার দিয়ে ভুল বার্তা দিয়েছেন। এক মুহূর্তের জন্য এর বিদ্বেষপূর্ণ প্রচার ভুলে যান, ছবিটি সম্পূর্ণ ভুয়ো আখ্যান। এটি সর্বকালের সবচেয়ে খারাপ সিনেমা হওয়া উচিত ছিল। ছবির চিত্রনাট্য দুর্বল, খুব খারাপ অভিনয়, ভয়ানক ফটোগ্রাফি এবং পরিচালনা অপেশাদার।’
‘এটি কি সেই সিনেম যার জন্য জুরি চেয়ারম্যান আশুতোষ গোয়ারিকর সিনেমার ব্যাপারে বুঝদার এবং সংবেদনশীলতার দাবি করেছেন এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কারে ভূষিত হয়েছেন? এটি আরও খারাপ করে তুলেছিল যে এটি এটিকে সেরা দিকনির্দেশনার পুরস্কারও দিয়েছে। তিনি লিখেছেন, 'কাঁঠাল', 'বালগুম', 'চিতা', 'টুয়েলভথ ফেইল'-এর মতো ছবি ছাড়া আর কী মাপকাঠি ছিল, তা আমার বোধগম্য নয়।’
জিতেশ আরও লিখেছেন, সিনেমাপ্রেমীরা লজ্জায় মাথা হেঁট করে থাকতে পারেন। তিনি আরও লিখেছেন, আপনি যদি ছবিটি কতটা খারাপ তা দেখতে চান তবে আপনি এটি জি ফাইভে দেখতে পারেন।
এই পোস্টে অনেক মন্তব্য এসেছে। দিয়া মির্জা লিখেছেন, '১০০ শতাংশ। সোনাক্ষী সিনহা হাততালির ইমোজিও দিয়েছেন এবং ১০০ শতাংশ লিখেছেন।